Gur in Blood Sugar: শীতের পাটালি, নলেন গুড় কি ব্লাড সুগারে খাওয়া উচিত? চিনির মতো গুড়েও ঝড়ের বেগে বাড়ে ডায়াবেটিস? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Gur in Blood Sugar: মিষ্টি স্বাদের গুড় কি ব্লাড সুগারে খাওয়া যায়? গুড় খেলে ডায়াবেটিস কতটা বাড়ে? এই দ্বন্দ্ব চলতেই থাকে
advertisement
1/8

শীতকাল মানে গুড়ের মরশুম। নলেন, পাটালি-খেজুরের গুড়ের রকমারি গন্ধে ভরে থাকে বাতাস। পিঠে-পুলি-পায়েসের স্বাদের জন্য তো বটেই। স্বাস্থ্যকর কারণের জন্যেও ইদানীং অনেকেই চিনি ছেড়ে গুড়ের দিকে ঝুঁকেছেন।
advertisement
2/8
কিন্তু মিষ্টি স্বাদের গুড় কি ব্লাড সুগারে খাওয়া যায়? গুড় খেলে ডায়াবেটিস কতটা বাড়ে? এই দ্বন্দ্ব চলতেই থাকে। তাঁদের সংশয় দূর করেছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা।
advertisement
3/8
ডায়াবেটিকদের এমন খাবার খেতে হবে, যার গ্লাইসেমিক ইনডেক্স কম। সেদিক দিয়ে গুড়ের গ্লাইসেমিক ইনডেক্স ৮৪.৪। যা মধুমেহ রোগীদের জন্য ক্ষতিকর।
advertisement
4/8
১০০ গ্রাম গুড়ে ৩৮৩ ক্যালোরি, ৬৫ থেকে ৮৫ শতাংশ সুক্রোজ থাকে এবং ১০ থেকে ১৫ শতাংশ ফ্রুকটোজ ও গ্লুকোজ থাকে, যা ডায়াবিটিসে আক্রান্ত রোগীদের শরীরে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
advertisement
5/8
গুড় খেলে ডায়াবিটিস রোগীদের শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে। এ কারণে এটি চিনির মতোই ক্ষতিকর ডায়াবেটিক রোগীদের জন্য।গুড় খেলে রক্তের শর্করা তাৎক্ষণিক ভাবে খুব বেড়ে যায়।
advertisement
6/8
ডায়াবেটিক রোগীর রোজের ডায়েটে গুড় থাকলে কিডনির সমস্যা, হার্টের সমস্যা, এমনকি শরীরের অন্যান্য অঙ্গও বিকল হয়ে যেতে পারে।
advertisement
7/8
চিনি এবং আখের গুড়ের ক্ষেত্রে উভয়ই একই উৎস থেকে প্রাপ্ত - আখ। এর মানে চিনি এবং গুড় উভয়েরই উচ্চ গ্লাইসেমিক সূচক রয়েছে। ডায়াবেটিস রোগীদের তাদের ডায়েটে অন্তর্ভুক্ত করার আগে বিভিন্ন খাবারের গ্লাইসেমিক সূচক সম্পর্কে সচেতন হওয়া দরকার।
advertisement
8/8
ব্লাড সুগারের রোগীরা গুড় খেলে পরিমিত পরিমাণে খান। অনিয়ন্ত্রিত পরিমাণে একদমই খাবেন না। যখনই গুড় খাবেন টাটকা, অর্গ্যানিক, আনপলিশড গুড় খাওয়ার চেষ্টা করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gur in Blood Sugar: শীতের পাটালি, নলেন গুড় কি ব্লাড সুগারে খাওয়া উচিত? চিনির মতো গুড়েও ঝড়ের বেগে বাড়ে ডায়াবেটিস? জানুন