International Trips in Budget: ৫০হাজার টাকায় বিদেশ ভ্রমণ! এই ৫ দেশ ভারতীয়দের ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে সস্তা
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
International Trips in Budget: মাত্র ৫০হাজারের কমেই ঘুরে আসুন এই ৫ দেশ থেকে। অবাক হচ্ছেন? জেনে নিন তবে সেই ঠিকানার হদিশ
advertisement
1/6

সবাই বলে যত বেশি ভ্রমণ তত বেশি অভিজ্ঞতা। কিন্তু দেশের মধ্যে বেড়ানো তবু সাধ্যের মধ্যে, কিন্তু তেশের বাউরে হলে যে প্রচুর টাকা লাগে। এমন ধারণা থেকে একেবারেই বেরিয়ে আসুন। মাত্র ৫০হাজারের কমেই ঘুরে আসুন এই ৫ দেশ থেকে। অবাক হচ্ছেন? জেনে নিন তবে সেই ঠিকানার হদিশ
advertisement
2/6
ওমান: ওমানের রাজধানী মাস্কট ঘোরার জন্য দেশের মধ্যে দ্বিতীয় সুন্দর শহর। পারশিয়ান গাল্ফের পাশে এই শহর অবস্থিত। প্লেনের ভাড়া: আহমেদাবাদ থেকে ৭০২২টাকা সম্ভাব্য:৫ দিন কী কী করবেন: টার্টেল স্পটিং, বার্ড চেসিং, ডলফিন ট্যুর, অ্যাডভেঞ্চার স্পোর্টস কোথায় কোথায় যাবেন: ওয়াদি বানি, মাস্কট, মিসফাট আল আব্রায়েন, ওয়েস্টিন হাজির, নিজওয়া, মুত্তারহ, আল বাতিনাহ থাকার জায়গা: সম্ভাব্য ২,৩৬০টাকা রাত প্রতি
advertisement
3/6
ইন্দোনেশিয়া: ভলক্যানো ট্যুর করার জন্য আপনাকে যেতেই হবে ইন্দোনেশিয়ায়। প্লেনের ভাড়া: কোচি থেকে ৬৬৩২টাকা সম্ভাব্য:৪ দিন কী কী করবেন: রিলিজিয়াস এবং কালচারাল ট্যুর, ভলক্যানো ট্যুর, নেচার ট্যুর, লোকাল দৃশ্য, ওয়াটার স্পোর্টস কোথায় কোথায় যাবেন: বালি, প্যাংগানদারান বিচ, টোবা, ডেরাওয়ান হ্রদ, বাটু সিক্রেট জু, থাকার জায়গা: সম্ভাব্য ২,২৯১টাকা রাত প্রতি
advertisement
4/6
ভুটান: ভুটানকে বলা হয় 'ল্যান্ড অব ড্রাগন'। হিমলায়ের কোলে রহস্য এবং ম্যাজিকে ভরা দেশ হল এই ভুটান। রোড ট্রিপ: শিলিগুড়ি থেকে ২০০০-৩০০০টাকা সম্ভাব্য:৬ দিন কী কী করবেন: জঙ্গল ভ্রমণ, অ্যাডভেঞ্চার, লোকাল দৃশ্য, হিমালয়ার ভ্রমণ, কালচারাল ট্যুর কোথায় কোথায় যাবেন: ট্রোংসা, ফুন্টসলিং, ফুংকা, থ্রাসিগ্যাং, হা ভ্যালি, থিম্পু থাকার জায়গা: সম্ভাব্য ১,৩৬০টাকা রাত প্রতি
advertisement
5/6
শ্রীলঙ্কা: আমাদের দেশের সঙ্গে প্রকৃতির দিক থেকে অনেকটা মিল রয়েছে এদেশের। একেবারেই ঘর মনে হবে এখানে ঘুরতে এসে। প্লেনের ভাড়া: চেন্নাই থেকে ৪৪৭১টাকা সম্ভাব্য:৬ দিন কী কী করবেন: জঙ্গল ভ্রমণ, লোকাল দৃশ্য, আর্ট অ্যান্ড কাল্চার, হেরিটেজ ট্যুর কোথায় কোথায় যাবেন: কলোম্বো, কিরিন্ডা, সাবারাগামুওয়া, গাল্লে, টিস্সামাহারামা, মাটারা, কাটারাগামা থাকার জায়গা: সম্ভাব্য ১৫১৭টাকা রাত প্রতি
advertisement
6/6
মালয়েশিয়া: প্লেনের ভাড়া: কোচি থেকে ৩৫৭৮টাকা সম্ভাব্য:৬ দিন কী কী করবেন: নেচার ট্যুর, কালচারাল ট্যুর, জঙ্গল ভ্রমণ, লোকাল দৃশ্য, কোথায় কোথায় যাবেন: মিরি, কাংগার, কালুয়া লামপুর, লাবুয়ান, প্যাংকর, কাপাস হ্রদ থাকার জায়গা: সম্ভাব্য ১০০২টাকা রাত প্রতি
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
International Trips in Budget: ৫০হাজার টাকায় বিদেশ ভ্রমণ! এই ৫ দেশ ভারতীয়দের ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে সস্তা