Banana Cake: পাটিসাপটা, পিঠে-পুলি ফেল! এবার খান সুস্বাদু ডিম-কলার পিঠে, মুখে দিলেই শেষ...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Banana Cake: এবার বাড়িতে তৈরি করুন সুস্বাদু ডিম-কলার পিঠে। এটি খেতে যেমন সুস্বাদু, তেমন পুষ্টিগুণেও ভরপুর। জানুন এই পিঠে তৈরির রেসিপি।
advertisement
1/6

এবার বাড়িতে তৈরি করুন সুস্বাদু ডিম-কলার পিঠে। এটি খেতে যেমন সুস্বাদু, তেমন পুষ্টিগুণেও ভরপুর। জানুন এই পিঠে তৈরির রেসিপি।
advertisement
2/6
এই পিঠে তৈরি করতে প্রথমে দু'টি কলার খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে হবে। এরপর নিতে হবে আধ কাপ দুধ, একটি ডিম, নুন ও চিনি।
advertisement
3/6
একটি বাটিতে আধ কাপ ঈষদুষ্ণ গরম জল নিয়ে তাতে ১ চা চামচ ড্রাই ইস্ট দিতে হবে। এরপর সেটি নেড়ে নিতে হবে। এবার ব্লেন্ড করে নেওয়া কলার মিশ্রণ দিতে হবে তাতে।
advertisement
4/6
এরপর ২ কাপ ময়দা মেশাতে হবে তরল মিশ্রণে। অল্প অল্প করে মেশাতে হবে। এতে গুঁড়ো দুধ মেশালে পিঠের স্বাদ বাড়বে।
advertisement
5/6
এরপর মিশ্রণটির পিঠের আকার দিতে হবে। এরপর ডুবো তেলে এক চামচ ডুবিয়ে সেটার উপর পরিমাণ মতো মিশ্রণটি ঢালতে হবে। এতে তেলে ছড়িয়ে পড়বে না পিঠে।
advertisement
6/6
এরপর পিঠে তৈরি হয়ে গেলে সেগুলি তুলে পরিবেশন করতে হবে। এই পিঠে তৈরি করা খুব সহজ। বাড়িতেই তৈরি করতে পারবেন এই পিঠে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Banana Cake: পাটিসাপটা, পিঠে-পুলি ফেল! এবার খান সুস্বাদু ডিম-কলার পিঠে, মুখে দিলেই শেষ...