Skin Care: ত্বকের মারাত্মক ক্ষতি এড়াতে এই পাঁচ জিনিস এড়িয়ে চলুন সব সময়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Skin Care: ত্বকের যত্নের সঙ্গে এমন অনেক প্রসাধনী জড়িয়ে গিয়েছে যারা আদতে ত্বকের ক্ষতি করে
advertisement
1/7

ত্বকের যত্নের ব্যাপারে আমরা সব সময়েই যত্নবান৷ বাজার থেকে কেনা প্রসাধনীর পাশাপাশি বেছে নিই ঘরোয়া টোটকাও৷ কিন্তু ত্বকের যত্নের সঙ্গে এমন অনেক প্রসাধনী জড়িয়ে গিয়েছে যারা আদতে ত্বকের ক্ষতি করে বলে মনে করেন চিকিৎসক গীতিকা মিত্তল গুপ্তা৷
advertisement
2/7
গীতিকা মিত্তল গুপ্তা একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে৷ সেখানে তিনি তুলে ধরেছেন কোন কোন উপকরণ আমাদের ত্বকের ক্ষতি করে৷
advertisement
3/7
নিখুঁত ও উজ্জ্বল ত্বকের জন্য বার বার এসেনশিয়াল অয়েলের কথা বলা হয়৷ যদিও বিশেষজ্ঞরা মনে করেন রোজ এবং ল্যাভেন্ডার অয়েল ত্বকের জন্য ভাল নয়৷ এই দুই তেলে জেরানিয়ল রাসায়নিক যৌগ থাকে৷ এর প্রভাবে ত্বকের রোগ হতে পারে৷ বরং ত্বক ভাল রাখার জন্য অক্সিড্যান্ট সমৃদ্ধ ক্যারিয়ার অয়েল ব্যবহার করা যায়৷
advertisement
4/7
মা ঠাকুমাদের পছন্দের প্রসাধনী নারকেল তেল৷ তাঁরা বার বার নারকেল তেল ব্যবহারের জন্য পরামর্শ দেন৷ তাঁরা মনে করেন ত্বককে আর্দ্র ও দাগমুক্ত রাখে নারকেল তেল৷ তবে গীতিকার মতে, নারকেল তেল হল অন্যতম কোমেডোজেনিক অয়েল৷ এর ফলে স্কিনপোরস আটকে যায়৷ ফলে ত্বকের সমস্যা বেড়ে যায়৷
advertisement
5/7
শ্যাম্পু, ক্লেঞ্জার এবং বডি ওয়াশের প্রধান উপকরণ সোডিয়াম লরেল সালফেট৷ ত্বক বা চুল থেকে এই উপকরণ ভাল করে পরিষ্কার না করলে এই রাসায়নিক যৌগ চুল ও ত্বককে ডিহাইড্রেট করে ফেলতে পারে৷ সেরামাইডের মাত্রা কমিয়ে ফেলে
advertisement
6/7
প্রসাধনীতে প্যারাবিন থাকে বহুলাংশে৷ তাই প্রসাধনী কেনার সময় এর উপকরণ দেখে নিন ভাল করে এখন অনেক সংস্থাই দাবি করে তাদের প্রসাধনীতে প্যারাবিন থাকে না৷ এই প্যারাবিন ত্বকের ক্ষতি করে৷
advertisement
7/7
সিলিকনের প্রভাবে বিভিন্ন ময়শ্চারাইজার ও সিরাম আমাদের ত্বককে মসৃণ করে তোলে৷ তবে সাময়িক উজ্জ্বলতা দিলেও পরবর্তীতে এই উপাদান আমাদের ত্বককে শুষ্ক জলশূন্য করে ফেলে৷ তাই সিলিকনও এড়িয়ে চলতে হবে৷