Bolpur Sonajhuri Haat: পুজো বোলপুর-শান্তিনিকেতনে কাটানোর প্ল্যান? সোনাঝুরি হাট নিয়ে এল বিরাট আপডেট
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Bolpur Sonajhuri Haat: সোনাঝুরি হাট নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এ বছর দুর্গাপুজো চারদিন বন্ধ থাকবে সোনাঝুরি হাট। ভিড় সামাল দিতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।
advertisement
1/6

*সামনেই দুর্গাপুজো আর এই দুর্গাপুজোর সময় বীরভূমের বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসবেন? তবে এই দুর্গাপুজোর সময় বোলপুর শান্তিনিকেতন ভ্রমণে আসতে গেলে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ। তবে এবার মনে করছেন কী সেই দুঃসংবাদ? প্রতিবেদনঃ সৌভিক রায়। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*মূলত বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য প্রত্যেকদিন হাজার হাজার পর্যটকরা ছুটে আসেন। দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও প্রত্যেকদিন হাজার হাজার পর্যটকদের ভিড় জমে। পর্যটকদের কাছে বোলপুর শান্তিনিকেতন কবিগুরুর বিভিন্ন স্মৃতিবিজড়িত জায়গা ঘুরে দেখার পর এক অন্যতম আকর্ষণীয় জায়গা সোনাঝুরি হাট। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*তবে এই সোনাঝুরি হাট নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এ বছর দুর্গাপুজো চারদিন বন্ধ থাকবে সোনাঝুরি হাট। ভিড় সামাল দিতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*প্রশাসন সূত্রে খবর, দুর্গাপুজোর সপ্তমী থেকে দশমী পর্যন্ত হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও আদিবাসী নৃত্য ও বাউল গানের আসর যথারীতি বসবে এবং সেটি পর্যটকরা উপভোগ করতেও পারবেন। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*সোনাঝুরি হাটের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে আশ্রমকন্যা হিসেবে পরিচিত শ্যামলী খাস্তগীর এই হাট বসিয়েছিলেন। শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে স্থানীয় শিল্পীদের নিয়ে এই হাটের গোড়াপত্তন করেন তিনি। সেইসময় শুধুমাত্র শনিবার কুটির ও হস্তশিল্পের পসার বসত। সময়ে সঙ্গে সঙ্গে পাল্টে যায় এই হাটের চরিত্র। এখন বুধবার ছাড়া সপ্তাহের সব দিনেই এই হাট বসে। আয়তনেও বড় হয়েছে হাটের পরিধি। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*জঙ্গলের মধ্যে বিরাট এক মেলার আয়োজন হয়। প্রত্যেকদিন প্রায় এখানে ১৭০০ থেকে ১৮০০ ব্যবসায়ীরা এখানে নিজেদের পসরা নিয়ে বসেন। সোনাঝুরির এই জঙ্গলে গেলেই মিলবে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিভিন্ন জামাকাপড় থেকে শুরু করে নানা হস্তশিল্প। তবে সব মিলিয়ে পুজোর চারদিন এই হাট বন্ধ থাকায় অনেকটাই দুঃখে শিল্পীরা। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bolpur Sonajhuri Haat: পুজো বোলপুর-শান্তিনিকেতনে কাটানোর প্ল্যান? সোনাঝুরি হাট নিয়ে এল বিরাট আপডেট