TRENDING:

Fish Bone: গলায় মাছের কাঁটা বিঁধলেই শুকনো ভাত বা কলা খান? ভুল করছেন...! ছোট্ট উপায় জানালেন চিকিৎসক

Last Updated:
Fish Bone Stuck In Throat: খাবার খাওয়ার সময় যদি গলায় মাছের কাঁটা আটকে যায়, সবার প্রথমে ঢোক গেলা বন্ধ করে দিতে হবে।
advertisement
1/7
গলায় মাছের কাঁটা বিঁধলেই শুকনো ভাত বা কলা খান? ভুল করছেন..! উপায় জানালেন চিকিৎসক
*খাবার খাওয়ার সময় যদি কোনও কারণে গলায় মাছের কাঁটা আটকে যায় তাহলে আপনারা কি করবেন? অনেকের মধ্যে এখনও একটি ধারণা রয়েছে যে, দলা পাকানো শুকনো ভাত , মুড়ি এবং কলা খেলে মাছের কাঁটা ভিতরে চলে যায়। হ্যাঁ এটা একদমই সত্যি যে অনেক সময় মাছের কাঁটা টা ভিতরে চলে যায় । কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতি অনুসরণ করা একদম ভুল... প্রতিবেদনঃ বনোয়ারীলাল চৌধুরী। ফাইল ছবি। 
advertisement
2/7
*এ বিষয়ে চিকিৎসক মিলটন বিশ্বাস জানিয়েছেন, কখনওই এই পদ্ধতিগুলো অনুসরণ করা ঠিক নয়। সাধারণত অনেক বেশি তাড়াহুড়ো এবং অসাবধানতার কারণে গলায় যে টনসিল থাকে সেই জায়গায় মাছের কাঁটা আটকে যায়। ফাইল ছবি। 
advertisement
3/7
*খাবার খাওয়ার সময় যদি কোনও কারণে গলায় মাছের কাঁটা আটকে যায়। সবার প্রথমে যেটা করতে হবে সেটা হল, তৎক্ষণাৎ ঢোক গেলা বন্ধ করে দিতে হবে। ফাইল ছবি। 
advertisement
4/7
*মাছের কাঁটা আটকে যাওয়ার পরে আর একবারও ঢোক গিললে চলবে না। তখন সঙ্গে সঙ্গে এক গ্লাস জল নিয়ে গারগেলিং করতে হবে এবং ওয়াক ওয়াক শব্দ তুলতে হবে। ফলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে গলায় আটকে থাকা কাঁটা টি সহজেই বাইরে বেরিয়ে চলে আসবে। ফাইল ছবি। 
advertisement
5/7
*পরবর্তীতে যদি কাঁটা দেখা যায় তবেই আঙুল দিয়ে বের করার চেষ্টা করা যেতে পারে। কাঁটা টিকে আঙুল দিয়ে বের করার চেষ্টা একদমই না করায় শ্রেয়। ফাইল ছবি। 
advertisement
6/7
*যদি গারগেলিং করার পরেও মাছের কাঁটা বাইরে বের না হয় তাহলে ওই রোগীকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে চলে যেতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ফাইল ছবি। 
advertisement
7/7
*তবে যদি কোনও কারণে মাছের কাঁটা পেটের ভিতরে চলে যায় তাহলে সেটা নিয়ে ভয় পাবার কোনও কারণ নেই। কারণ পেটের মধ্যে অনেকগুলি এরকম এনজাইম আছে, যারা মাছের কাঁটাকে গলিয়ে ফেলতে পারে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fish Bone: গলায় মাছের কাঁটা বিঁধলেই শুকনো ভাত বা কলা খান? ভুল করছেন...! ছোট্ট উপায় জানালেন চিকিৎসক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল