Water Stains: বাথরুম-কলে জলের জেদি দাগে ঘেন্না? ঘরে টম্যাটো সস আছে? এক চামচেই লুকিয়ে সমাধান
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
How to Remove Stains: স্টিলের কলে জলের জেদি দাগ, মরচে ধরে যায় দীর্ঘ ব্যবহার হতে হতে। অনেক চেষ্টা করেও সেই দাগ তোলা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে ঘরোয়া কিছু টোটকাতেই সহজে এই দাগ থেকে মুক্তি মেলে। জানুন কিভাবে কলে জলের দাগ দূর করবেন...
advertisement
1/6

*অনেক সময় স্টিলের কলে জলের জেদি দাগ, মরচে ধরে যায় দীর্ঘ ব্যবহার হতে হতে। অনেক চেষ্টা করেও সেই দাগ তোলা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে ঘরোয়া কিছু টোটকাতেই সহজে এই দাগ থেকে মুক্তি পেতে পারেন। তাহলে জেনে নিন, কিভাবে কলে জলের দাগ দূর করবেন...
advertisement
2/6
*লেবুর রস: কলের জল বা ময়লার দাগ দূর করতে লেবুর রস ব্যবহার করা যেতে পারে। তিন থেকে চারটি লেবু থেকে রস বের করুন। তারপর এতে এক কাপ জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এই মিশ্রণটি ট্যাপে স্প্রে করুন এবং আধ ঘণ্টা রেখে দিন। তারপর পুরনো টুথব্রাশের সাহায্যে ঘষে সুতির কাপড় দিয়ে মুছে ফেলুন। কয়েক মিনিটের মধ্যে ট্যাপটি উজ্জ্বল করে তুলবে।
advertisement
3/6
*হোয়াইট ভিনিগার: কলে নোনা জলের দাগ ও ময়লা দূর করতে হোয়াইট ভিনিগারের সাহায্য নিতে পারেন। একটি স্প্রে বোতলে সাদা ভিনিগার ভরে তারপর ট্যাপে স্প্রে করুন। ট্যাপে কিছুক্ষণ ভিনিগার মাখিয়ে রেখে দিন, তারপরে পুরানো টুথব্রাশ বা স্ক্রাবারের সাহায্যে ট্যাপটি ঘষে নিন। এরপর, একটি শুকনো কাপড় দিয়ে কলটি পরিষ্কার করে নিন। এতে কল হয়ে যাবে নতুনেত্র মতো।
advertisement
4/6
*বেকিং সোডা-লেবু: দাগ থেকে মুক্তি পেতে বেকিং সোডা ও লেবুর মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। দু-চামচ বেকিং সোডার সঙ্গে অর্ধেক লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। তারপর ট্যাপে সেই মিশ্রণ লাগিয়ে নিন। মিনিট ২০ এ ভাবে রেখে দিন। তারপরে স্ক্রাবার দিয়ে দাগ মুছে ফেলুন। এ বারে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
advertisement
5/6
*টম্যাটো সস: কলে জলের দাগ পরিষ্কার করতে টম্যাটো সস ব্যবহার করতে পারেন। দুই-তিন চামচ টম্যাটো সস নিয়ে কল এবং তার চারপাশ ভাল করে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে দিন। তারপর ব্রাশ দিয়ে ঘষে কলটি পরিষ্কার করুন, শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করুন।
advertisement
6/6
*হাইড্রোজেন পারক্সাইড: কলের জলের দাগ, মরচে থেকে মুক্তি পেতে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করতে পারেন। ব্রাশের সাহায্যে ট্যাপে ২-৩ চামচ হাইড্রোজেন পারক্সাইড লাগান। তারপর আধ ঘণ্টা রেখে দিন এবং পুরনো টুথব্রাশের সাহায্যে দাগটি ঘষে তুলে ফেলুন। এতে ট্যাপটি নতুনের মতো জ্বলজ্বল করবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Water Stains: বাথরুম-কলে জলের জেদি দাগে ঘেন্না? ঘরে টম্যাটো সস আছে? এক চামচেই লুকিয়ে সমাধান