Potato Nuggets: গরম গরম আলুর চপ তো অনেক খেয়েছেন, এবার খান মুচমুচে কুড়মুড়ে এই আলুর বল
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Potato Nuggets Recipe: প্রতিদিন একই ধরনের খাবার খেতে আমাদের একঘেয়ে লাগে। সেজন্য মাঝে মধ্যে পরিবর্তন দরকার। আমরা সাধারণত আলুর চপ খাই কিন্তু পটেটো নাগেটস খাই না সাধারণত।
advertisement
1/6

প্রতিদিন একই ধরনের খাবার খেতে আমাদের একঘেয়ে লাগে। সেজন্য মাঝে মধ্যে পরিবর্তন দরকার। আমরা সাধারণত আলুর চপ খাই কিন্তু পটেটো নাগেটস খাই না সাধারণত।
advertisement
2/6
পটেটো নাগেটস খেতে খুবই সুস্বাদু। আপনি চাইলে এই উপকরণ প্রস্তুত করে সঠিক উপায়ে ফ্রোজেন করতে পারেন। এরপর এটি যে কোনও সময় রান্না করতে পারবেন।
advertisement
3/6
এই পটেটো নাগেটস তৈরি করতে গেলে লাগবে সিদ্ধ আলু, চিজ, ধনেপাতা কুচি, গোলমরিচের গুঁড়ো, চিলিফ্লেক্স, বাটার, গরম মশলার গুঁড়ো, ময়দা, ডিম-সহ আরও অন্যান্য উপকরণ।
advertisement
4/6
এই পটেটো নাগেটস তৈরি করতে প্রথমে একটি পাত্রে সিদ্ধ আলু নিতে হবে। এতে চিজ, ধনেপাতা কুচি, গোলমরিচের গুঁড়ো, চিলিফ্লেক্স, বাটার, গরম মশলার গুঁড়ো, ময়দা, নুন দিয়ে ভালভাবে মাখিয়ে নিতে হবে।
advertisement
5/6
এরপর এটিতে ডিম, নুন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালভাবে মিশিয়ে, মশলায় মাখানো আলু ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজতে হবে।
advertisement
6/6
ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে পটেটো নাগেটস। আলুর চপের বদলে এই পটেটো নাগেটস একদিন খেয়ে দেখতেই পারেন। খেতে হবে খুবই সুস্বাদু।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Potato Nuggets: গরম গরম আলুর চপ তো অনেক খেয়েছেন, এবার খান মুচমুচে কুড়মুড়ে এই আলুর বল