TRENDING:

বর্ষায় কাপড়ের স্যাঁতস্যাঁতে গন্ধ নিয়ে নাজেহাল ? দূর করুন এই সহজ উপায়

Last Updated:
Tips To Remove Damp Smell In Cloths During Monsoon: জেনে নিন কীভাবে কাপড়ের স্যাঁতস্যাঁতে গন্ধ আর ছত্রাক দূর করবেন
advertisement
1/9
বর্ষায় কাপড়ের স্যাঁতস্যাঁতে গন্ধ নিয়ে নাজেহাল ? দূর করুন এই সহজ উপায়
রাজ্যে বুধবার থেকেই ভারী বর্ষণের পূর্বাভাস (Heavy Rain Forecast)। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে (South Bengal)। বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। আর এই বৃষ্টির জন্য ভেজা জামা কাপড় শোকানো সমস্যা হয়ে দাঁড়ায়। তাই বাধ্য হয়ে বারান্দায় বা ঘরেই দড়ি টাঙিয়ে কাপড় শোকাতে হয়। এতে জামা কাপড় সুকিয়ে গেলেও কাপড়ে একটা স্যাঁতস্যাতে দূর্গন্ধ থেকে যায়।
advertisement
2/9
রোদ না পাওয়ায় অনেক সময় ছাতা পড়তে শুরু করে ওয়ার্ড্রোবে রাখা পোশাকেও। এর কারণ হচ্ছে জীবাণু, ছত্রাক ইত্যাদি। রোদে জামা কাপড় শোকালে সূর্যের তাপে এই জীবাণু মারা যায়। কিন্তু বর্ষায় সব দিন তো আর রোদ পাওয়া সম্ভাবনা থাকে না। জেনে নিন কীভাবে বাঁচবেন এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে...
advertisement
3/9
জীবাণু ও ছত্রাক থেকে নিজের সাধের পোশাকে বাঁচাতে নজর দিন কাচার পদ্ধতির উপর। কাচার আগে কাপড়ের কোনও অংশে কাদা লেগে থাকলে সেই অংশটি ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলুন। কাপড় যদি ঘামে ভেজা থাকে তাহলে সেটিকে আগে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন। ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচার পর, শেষ বার কাপড় ধোয়ার সময় জলে কোনও জীবাণু-নাশক লোশন মেশান।
advertisement
4/9
কাপড় কাচার সময় ডিটারজেন্টের সঙ্গে একটু ভিনিগার বা বেকিং সোডা মিসিয়ে দিন। চেষ্টা করুন এমন ডিটারজেন্ট ব্যবহার করতে যাতে লেবু বা গোপালের এসসেস রয়েছে।
advertisement
5/9
ঘরের মধ্যে যখন কাপড় শুকাবেন, চেষ্টা করবেন কাপড় পাখার নিচে দিতে। আর সেই ঘরের জানলা দরজা যতটা সম্ভব খোলা রাখার চেষ্টা করুন। এতে ঘরে দুর্গন্ধ ছড়াবে না আর কাপরন শুকিয়ে যাবে। শোবার ঘরে কাপড় না শুকাতে দেবেন না, এতে শারীরিক সমস্যা হতে পারে। ভিজে কাপড়ের আর্দ্রতা থেতে হতে পারে সর্দি-কাশি
advertisement
6/9
কাপড়ে স্যাঁতস্যাঁতে দুর্গন্ধ হলে সেই কাপড় পরবেন না। সুগন্ধি দিয়ে কাপড়ের দুর্গন্ধ দূর হলেও জামা কাপড়ের জীবাণু থেকেই যায়। যার ফলে স্কিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
7/9
জামা কাপড় শুকিয়ে গেলে ইস্তিরি করে নিন। এতে জীবাণু মরবে আর কাপড় সমানও হবে।
advertisement
8/9
আলমারিতে এক টানা অনেক দিন কাপড় পড়ে থাকলে ছত্রাক পড়তে পারে। তাই মাঝের মধ্যে আলমারি বা ওয়ার্ড্রোবের কাপড় নাড়া-চাড়া করে নিন। পারলে আলমারি বা ওয়ার্ড্রোবের দরজা কিছুক্ষণ খুলে রেখে দিন।
advertisement
9/9
আলমারি, ওয়ার্ড্রোব, আলনার তাকে তাকে ন্যাপথলিন অবশ্যই রাখুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বর্ষায় কাপড়ের স্যাঁতস্যাঁতে গন্ধ নিয়ে নাজেহাল ? দূর করুন এই সহজ উপায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল