Kitchen Hacks: রান্নাঘরে বড্ড বেড়েছে ইঁদুরের উৎপাত? সামান্য বেলুনেই হবে কিস্তিমাত, ঠিক এই ভাবে
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Kitchen Hacks: কিন্তু, বিষ দিয়ে ইঁদুর মারার বিষয়টি যথেষ্ট অমানবিক৷ তার উপর অনেক সময়েই সেই বিষ খেয়ে ইঁদুর মরে না, আংশিক অকেজো হয়ে যায়, তাতে বিষয়টি আরও কষ্টকর হয়ে পড়ে৷
advertisement
1/10

রান্নাঘরে ইঁদুরের উৎপাতে আমরা কে না জেরবার হই৷ সেই ইঁদুর না জানি কোন নর্দমা দিয়ে হেঁটে এসে আমাদের খাবার দাবারে মুখ দেয়৷ তাতে নানা ধরনের রোগ সংক্রমণের প্রবল সম্ভাবনা থাকে৷
advertisement
2/10
এছাড়া, চাল, ডাল থেকে অন্যান্য শস্য, একবার নাগাল পেলেই খেয়ে, ছড়িয়ে নাজেহাল করে দেয় আমাদের৷ কাগজ, বাক্স, জামাকাপড় কাটতেও জুড়ি নেই ইঁদুরের৷
advertisement
3/10
ইঁদুরের উৎপাত কমানোর জন্য আমরা অনেকেই চিরাচরিত কিছু পন্থা অবলম্বন করি৷ কিন্তু, সেগুলোর প্রত্যেকটাই অমানবিক৷ কোথাও ইঁদুরের কলে খাবারের ফাঁদ পেতে ধরা হয় জ্যান্ত ইঁদুর, কোথাও আবার করা হয় বিষের ব্যবহার৷
advertisement
4/10
কিন্তু, বিষ দিয়ে ইঁদুর মারার বিষয়টি যথেষ্ট অমানবিক৷ তার উপর অনেক সময়েই সেই বিষ খেয়ে ইঁদুর মরে না, আংশিক অকেজো হয়ে যায়, তাতে বিষয়টি আরও কষ্টকর হয়ে পড়ে৷
advertisement
5/10
এই সব সমস্যায় না পড়েই কি বাড়ি থেকে ইঁদুর তাড়াতে চান? তা-ও সহজ উপায়ে? রয়েছে দুর্দান্ত কার্যকর একটা পদ্ধতি৷
advertisement
6/10
ইঁদুর না মেরেই তাকে চিরতরে ভাগিয়ে দেওয়া যায় রান্নাঘর থেকে৷ তা-ও সামান্য বেলুন দিয়ে! হ্য়াঁ, যে বেলুন দিয়ে বাচ্চারা খেলা করে৷
advertisement
7/10
ইউটিউবে সার্চ করলেই একাধিক ভিডিও পাওয়া যায় এই অভিনব পদ্ধতির উপরে। একটি বালতি নিন, তার উপরে বেশ বড় আকারের একটি বেলুন ফুলিয়ে রেখে দিন৷ দেখবেন, যাতে বেলুনটি ভাল ভাবে বালতির মধ্যে বসে৷
advertisement
8/10
তার পরে খানিকটা আটা মেখে সেই বেলুনের উপরে লাগিয়ে রেখে দিন৷ বালতিটিতে বেলুন রাখার আগে, তাতে খানিকটা জলও ভরে রাখতে পারেন, তবে বেশি নয়৷
advertisement
9/10
আসলে ইঁদুরগুলি আটা খাওয়ার লোভে এসে বেলুনের উপরে উঠে পড়ে৷ তারপর আটা খাওয়ার সময় যখনই দাঁত ব্যবহার করতে যায়, তখনই ইঁদুরের ধারাল দাঁতের চাপে বেলুনটা ফেটে যায় এবং ইঁদুর সোজা গিয়ে বালতির নীচে পড়ে৷ জল না থাকলেও, বালতির ভিতর থেকে সহজে বাইরে বেরতে পারে না ইঁদুররা৷ সবটা ধরে তুলে বাইরে ফেলে দিলেই হল৷
advertisement
10/10
(Disclaimer : এই নিবন্ধটি জনসাধারণের বিশ্বাস এবং শুধুমাত্র ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। News18 এটি যাচাই করেনি। এটি সম্পূর্ণ সত্য বলে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kitchen Hacks: রান্নাঘরে বড্ড বেড়েছে ইঁদুরের উৎপাত? সামান্য বেলুনেই হবে কিস্তিমাত, ঠিক এই ভাবে