Hot Rasogolla Health Benefits: গরম রসগোল্লা একাই একশো, একাধিক জটিল রোগ সারায়, উপকারিতা জানলে চোখ কপালে উঠবে
- Published by:Rukmini Mazumder
Last Updated:
advertisement
1/6

নরম নরম গরম রসগোল্লা... মুখে দিলেই মিলিয়ে যায়, যেন স্বর্গ! বাঙালি মাত্রই দিবারাত্র স্বপ্ন দেখে রসগোল্লার! কিন্তু শুধু খেতেই ভাল নয়, গরম রসগোল্লার গুণ-ও বিশাল।
advertisement
2/6
রসগোল্লা হাই প্রোটিন ডায়েট, থাকে প্রচুর ডায়েটারি ফাইবার থাকে, যা হজম ক্ষমতা বৃদ্ধি করে, ফলে দেহের ওজন নিয়ন্ত্রণে থাকে।
advertisement
3/6
রসগোল্লা বানানো হয় ছানা দিয়ে। ছানাতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড। এই সমস্ত উপাদান গাঁট ও বাতের ব্যথা কমায়। ছানাতে রয়েছে ভিটামিন-কে এবং ম্যাগনেসিয়াম যা হাড় শক্ত রাখে।
advertisement
4/6
গরম রসগোল্লা ইমিউনিটি বাড়ায়। আমাশার সমস্যা গরম রসগোল্লা খেতে উপকার পাবেন। থাকলে গরম রসগোল্লা খান ১-২ট। উপকার পাবেন হাতেনাতে।
advertisement
5/6
রসগোল্লা ইউরিনারি সিস্টেমের কর্মক্ষমতা উন্নত করে। প্রস্রাবের সময় যাদের জ্বলন হয়, তাঁরা রসগোল্লা খেতে পারেন।
advertisement
6/6
কিডনিতে পাথর হওয়া আটকায় গরম রসগোল্লা। কিন্তু যাঁদের ডায়াবিটিস রয়েছে, তাঁরা রসগোল্লা খাওয়া এড়িয়ে চলুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hot Rasogolla Health Benefits: গরম রসগোল্লা একাই একশো, একাধিক জটিল রোগ সারায়, উপকারিতা জানলে চোখ কপালে উঠবে