Homemade Floor Cleaner: ঘরেই তৈরি করে নিন এই ম্যাজিক ক্লিনার, চুটকিতে উধাও হবে সিলিন্ডারের জিদ্দি দাগ!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Homemade Floor Cleaner: গ্যাস সিলিন্ডারের কারণে মেঝেতে যে জেদি দাগ পড়ে, তা সহজেই তোলা যায় এই ঘরোয়া ক্লিনারের সাহায্যে। বাড়িতেই তৈরি করা এই পরিষ্কারক রান্নাঘরের ফ্লোর ঝকঝকে রাখতে কার্যকর।
advertisement
1/7

রান্নাঘরে যেখানে সাধারণত গ্যাস সিলিন্ডার রাখা হয়, সেই স্থানটির টাইলস বা মেঝেতে জং-এর মতো দাগ পড়ে যায়। প্রায় প্রতিদিন পরিষ্কার করলেও এই দাগ তোলা সহজ হয় না, যা রান্নাঘরের সৌন্দর্য নষ্ট করে।
advertisement
2/7
বাজারে অনেক ধরনের ক্লিনিং প্রোডাক্ট পাওয়া গেলেও, এগুলোর রাসায়নিক উপাদান হাত এবং মেঝের ক্ষতি করতে পারে। তবে, এখানে একটি ঘরোয়া ক্লিনার তৈরির সহজ উপায় দেওয়া হলো যা এই জেদি দাগগুলো সহজেই মুছে ফেলবে।
advertisement
3/7
হোমমেড ক্লিনার তৈরির প্রণালী - ২ চামচ বেকিং সোডা, ১ চামচ লেবুর রস, ১ চামচ সাদা ভিনেগার, ১/২ কাপ গরম জল, এগুলির ব্যবহারে সহজেই ক্লিনারটি তৈরি করে ফেলতে পারেন৷
advertisement
4/7
তৈরি ও ব্যবহার পদ্ধতি:প্রথমে একটি পাত্রে বেকিং সোডা, লেবুর রস এবং সাদা ভিনেগার মিশিয়ে গরম জল যোগ করুন। মিশ্রণটি স্প্রে বোতলে রেখে দাগের উপর স্প্রে করে প্রায় ১০-১৫ মিনিট রাখুন।
advertisement
5/7
তারপর ব্রাশ দিয়ে ধীরে ধীরে ঘষুন। এরপর পরিষ্কার জল দিয়ে মুছে নিন। মেঝে একদম নতুনের মতো ঝকঝকে হবে।
advertisement
6/7
ঘরে তৈরি এই ক্লিনার ঘরের কোনও ক্ষতি করবে না৷ এর তৈরি এবং ব্যবহারও খুব সহজ৷ তাহলে আর অহেতুক বাজার থেকে ক্লিনার কিনে সমস্যায় পড়বেন কেন?
advertisement
7/7
উপরের জিনিসটি ব্যবহারের আগে প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কোনও সমস্যা হলে নিউজ 18 বাংলা দায়ি থাকবে না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Homemade Floor Cleaner: ঘরেই তৈরি করে নিন এই ম্যাজিক ক্লিনার, চুটকিতে উধাও হবে সিলিন্ডারের জিদ্দি দাগ!