Holi 2025: রঙ মাখতে গিয়ে ফোনের ভিতর জল ঢুকেছে? ভয় না পেয়ে মেনে চলুন কিছু বিষয়
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সদ্য গিয়েছে দোল। আর এই দোলের হইহুল্লোড়ে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় আপনার সাধের মোবাইল ফোন।
advertisement
1/6

সদ্য গিয়েছে দোল। আর এই দোলের হইহুল্লোড়ে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় আপনার সাধের মোবাইল ফোন। এই সময় ছবি তুলতে গিয়ে ফোনে রঙ বা গুঁড়ো আবির ঢুকে যাওয়ার ঘটনা প্রায়শই ঘটে থাকে। (প্রতীকী ছবি)
advertisement
2/6
সেই সময় কী করবেন? ফোন থেকে রঙ ও জল বার করার সহজ কিছু পদ্ধতি রয়েছে। (প্রতীকী ছবি)
advertisement
3/6
) ফোনটি প্রথমেই বন্ধ করে সিম বার করে নিন। ভেজা ফোন দীর্ঘ সময়ে রেখে দেবেন বা চার্জও বসাবেন না।২) ফোনটি চালের ড্রামে রেখে দিতে পারেন কিছু ক্ষণের জন্য। এতেও জল শুকিয়ে যাবে তাড়াতাড়ি। (প্রতীকী ছবি)
advertisement
4/6
পাতলা সুতির কাপড় বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে ফোনটি শুকনো করে মুছে নিন। আবিরের গুঁড়ো ঢুকে গেলে তা ছোট ব্রাশ দিয়ে ভাল করে পরিষ্কার করে নিন। (প্রতীকী ছবি)
advertisement
5/6
জলে ভেজা ফোনটি শুকনোর জন্য কখনই হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। এর থেকে ফোনটি পাখার নিচে ঘণ্টা খানেক রেখে দিন। এতে জল শুকিয়ে যাবে। (প্রতীকী ছবি)
advertisement
6/6
ফোনের ভিতর অতিরিক্ত জল বা জলে গোলা রঙ ঢুকে গেলে ২৪ ঘণ্টা পর্যন্ত ফোনে ব্যাটারি লাগাবেন না। চালের মধ্যে ব্যাটারি রেখে দিন। পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে তবেই ফোনে ব্যাটারি লাগাবেন। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Holi 2025: রঙ মাখতে গিয়ে ফোনের ভিতর জল ঢুকেছে? ভয় না পেয়ে মেনে চলুন কিছু বিষয়