HMPV Latest: আবারও সেই আতঙ্কের ঘনঘটা? ফিরে আসছে ভাইরাস ভয়? HMPV আসলে কী?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
ফের চিনা ভাইরাস আতঙ্ক! আগে থেকেই কী কী সতর্কতা নেবেন শুনুন চিকিৎসকের পরামর্শ
advertisement
1/6

এখনও সময় আসেনি কোভিডের মতো আক্রমণাত্বক হয়ে উঠবে কিনা জানা নেই নতুন ভাইরাস হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV)। বিগত কয়েক দিন ধরে চিন সহ অন্যান্য দেশে ক্রমশই বাড়ছে এই নতুন ভাইরাসের শিকার। (সুরজিৎ দে)
advertisement
2/6
সোমবার ভারতে বেশ কয়েকটি রাজ্য যার মধ্যে পশ্চিমবঙ্গেও এই এইচ এম পি ভি আক্রমণের শিকার হয়েছে বলেই বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে।
advertisement
3/6
এবারও নতুন ভাইরাসের জন্ম এবং ছড়িয়ে পরার সংবাদ উঠে আসে সেই চিন দেশ থেকেই, স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের মধ্যে ফিরছে করোনা বা কোভিড ১৯ এর সেই ভয়াল স্মৃতি।
advertisement
4/6
এখনওপর্যন্ত এই ভাইরাসএ আক্রান্ত কারওমৃতুর খবর পাওয়া না গেলেও ইতিমধ্যেই কেন্দ্রিয় এবং রাজ্যসরকার উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দল গঠন করে পরিস্থিতির ওপর নজর রাখছে বলেই নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবরে জানা যায়।
advertisement
5/6
এই প্রসঙ্গে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের অন্যতম প্রবীণ খ্যাতনামা চিকিৎসক ডাঃ এস চক্রবর্তী সোমবার জলপাইগুড়িতে বলেন এখনই বলার মতো সময় আসেনি ,যে নতুন ভাইরাস কতটা বা কোভিডের মতো ভয়ঙ্কর হয়ে উঠবে কিনা।
advertisement
6/6
তবে এমন ভাইরাস যত বেশি ছড়িয়ে পরে ততই এদের সংক্রমণ ক্ষমতা বৃদ্ধি পায়। যেটা এখনওপর্যন্ত হয়নি। এই ভাইরাস যাতে মাথাচাড়া না দিতে পারে তার জন্য আগে থেকেই কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার দেশবাসীর। মাস্ক ব্যবহার থেকে শুরু করে হাত ধোয়ার মত অভ্যাস জরুরি।