HIV Prevention Tips: ৫০ বছরের পর হুরহুর করে বাড়ছে HIV আক্রান্তের সংখ্যা! বিপদ থেকে বাঁচার উপায় জানুন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
HIV Prevention Tips: ল্যানসেটের রিপোর্টে বলা হয়েছে যে ৫০ বছর বয়স অতিক্রম করা মানুষের মধ্যে HIV এর ঝুঁকি বাড়ছে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? জানুন বিস্তারিত...
advertisement
1/11

সাধারণভাবে HIV-কে যৌন সংক্রমিত রোগ হিসেবেই দেখা হয়। সমাজে একে অনেকেই ঘৃণার চোখে দেখে থাকেন। ফলে মানুষ মনে করেন, এই রোগ কেবল তরুণদের মধ্যেই হতে পারে। কিন্তু বাস্তবটা একেবারে আলাদা।
advertisement
2/11
HIV কেবল যৌন সম্পর্ক থেকেই নয়, দূষিত সুচ, ইনজেকশন বা ভুল রক্ত সঞ্চালনের মাধ্যমেও ছড়াতে পারে। অর্থাৎ, এটি যে কোনো বয়সের মানুষকেই আক্রান্ত করতে পারে।
advertisement
3/11
সম্প্রতি ল্যানসেট হেলদি লংজিভিটি জার্নালে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, গত কয়েক বছরে ৫০ বছরের বেশি বয়সিদের মধ্যে এইচআইভি সংক্রমণের হার বাড়ছে। যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
advertisement
4/11
দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকার প্রধান গবেষকরা জানিয়েছেন, এখন বয়স্কদের মধ্যেই এইচআইভি সংক্রমণ তরুণদের তুলনায় বেশি দেখা যাচ্ছে। অথচ এদের রক্ষা করা সম্ভব, যদি সঠিক পরিকল্পনা নেওয়া হয়।
advertisement
5/11
এই গবেষণায় অংশ নেওয়া সিডনি ব্রেনার ইনস্টিটিউট ফর মলিকুলার বায়োসায়েন্স-এর গবেষক ডা. লুইসা ওলুবায়ো বলেন, “আমরা সাধারণত HIV-কে তরুণদের রোগ বলেই ধরে নিই। তাই সচেতনতা এবং হস্তক্ষেপমূলক সব কর্মসূচি মূলত তরুণদের ঘিরেই পরিচালিত হয়।”
advertisement
6/11
তিনি আরও বলেন, “সমস্যাটা হল, সমাজে এই বিশ্বাস ছড়িয়ে পড়েছে যে বয়স্কদের আর এই রোগ হয় না। এই ভ্রান্ত ধারণার জন্যই সংক্রমণ বাড়ছে এবং সময়মতো চিকিৎসা শুরু করা যাচ্ছে না।”
advertisement
7/11
HIV প্রতিরোধ করা মোটেও কঠিন নয়। কিন্তু বয়স্কদের মধ্যে এখনও পরীক্ষার প্রবণতা অত্যন্ত কম। যার ফলে রোগ ধরা পড়ে দেরিতে এবং চিকিৎসা শুরু হতেও বিলম্ব হয়।
advertisement
8/11
বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর অন্তত একবার HIV টেস্ট করানো উচিত। এটি একশো টাকারও কমে হয়ে যায়। এই বয়সে নিরাপদ যৌন সম্পর্ক বজায় রাখা জরুরি, এবং যেকোনো ইনজেকশন নেওয়ার আগে তা সুরক্ষিত কিনা নিশ্চিত হওয়া প্রয়োজন।
advertisement
9/11
যদি অতিরিক্ত ঘাম, জিভে ঘা, বারবার জ্বর, অস্বাভাবিক ক্লান্তি, হঠাৎ ওজন কমে যাওয়া, ত্বকে র‍্যাশ ইত্যাদি উপসর্গ দেখা যায়, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
advertisement
10/11
সরকারের পক্ষ থেকে বয়স্কদের জন্য সচেতনতা অভিযান চালানো উচিত। যাতে তারা এই রোগ সম্পর্কে জানেন, এবং প্রয়োজনে টেস্ট করাতে অনুপ্রাণিত হন। সঠিক সময়ে রোগ ধরা পড়লে এবং চিকিৎসা শুরু হলে জীবন রক্ষা করা সম্ভব।
advertisement
11/11
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
HIV Prevention Tips: ৫০ বছরের পর হুরহুর করে বাড়ছে HIV আক্রান্তের সংখ্যা! বিপদ থেকে বাঁচার উপায় জানুন...