Healthy Relationship: মেয়ে বড় হচ্ছে, যৌনতা নিয়ে এই কথাগুলো বলা থেকে এড়িয়ে যাবেন না...
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শুরু থেকেই মেয়েকে যৌনতা সম্পর্কে এই বিষয়গুলো জানিয়ে রাখুন! এতে ওর বড় হয়ে ওঠা অনেকটাই স্বাভাবিক হবে।
advertisement
1/7

বিশেষজ্ঞরা হলফ করে বলেন, একটা সুস্থ-স্বাভাবিক জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ-স্বাভাবিক যৌনজীবন! আপনার যৌন ইচ্ছে বা লিবিডো যদি সঠিকভাবে চরিতার্থ না হয়, আপনি কখনও সার্বিকভাবে ভাল থাকতে পারবেন না! এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত! কিন্তু এত কিছুর পরও, আমাদের দেশে যৌনতা নিয়ে প্রচুর রাখঢাক রয়েছে! মানুষ আজকের দিনেও মানতে পারেন না, খিদে পাওয়া, ঘুম পাওয়ার মতোই একটা স্বাভাবিক প্রবৃত্তি যৌনতা! আমাদের দেশে এখনও, বিশেষ করে মেয়েদের সঙ্গে যৌনতা নিয়ে সরাসরি আলোচনা করতে পিছপা হন সিংহভাব বাবা-মা!
advertisement
2/7
এদিকে মেয়ে তো প্রাকৃতিক নিয়মেই বড় হচ্ছে, বয়ঃসন্ধিতে পড়ছে, স্কুল-কলেজ-বন্ধু-বান্ধবদের মধ্যে নানারকম আলোচনা হচ্ছে এবং সেগুলোকে সম্বল করে নিজের মনেই যৌনতা সম্পর্কে নানারকম ফ্যান্টাসি তৈরি করছে! কিন্তু যৌন সম্পর্ক নিয়ে যে-বিষয়গুলো আগে থেকেই একটা মেয়ের জানা উচিৎ, সেগুলো কিন্তু আমরা, বড়রা তাকে জানাই না! কারণ? যৌনতা এখনও আমাদের সমাজে নিষিদ্ধ বিষয়। খোলামেলা আলোচনার মারাত্মক অভাব! এতে হীতে বিপরীত-ই হয়! আপনার মেয়ের মনে যৌনতা নিয়ে নানা বিভ্রান্তি তৈরি হয়। কাজেই, শুরু থেকেই মেয়েকে যৌনতা সম্পর্কে এই বিষয়গুলো জানিয়ে রাখুন! এতে ওর বড় হয়ে ওঠা অনেকটাই স্বাভাবিক হবে।
advertisement
3/7
জীবনের প্রথম সবকিছুই বড্ড বেশি স্পেশ্যাল হয়! একইভাবে প্রথম যৌনতাও ভোলা যায় না! কিন্তু মেয়েকে বোঝান, প্রথম যৌনতার অভিজ্ঞতা স্পেশ্যাল হলেও, যাঁর সঙ্গে হবে, সেও যে সারাজীবন স্পেশ্যাল থাকবে, তেমনটা নাও হতে পারে! হয়তো সেই মানুষটা পরবর্তীতে বদলে গেলেন, অথবা তাঁর সঙ্গে ভবিষ্যতে আর কোনও সম্পর্ক থাকল না! এমনও হতে পারে, সেই ব্যক্তির সঙ্গে হয়তো সেই প্রথম ও শেষ যৌনতা...! পরিস্থিতি যেমনই হোক না কেন, ভেঙে পড়ার কোনও কারণ নেই! যৌনতা জীবনের একটা বড় অংশ বটে, কিন্তু গোটা জীবন নয়।
advertisement
4/7
সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটি মেয়ে ও পুরুষের যৌন ফ্যান্টাসিতে পরিবর্তন আসে! বয়ঃসন্ধিতে যৌনতার যে বিষয়টা ভাল লাগত, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানসিকতায় পরিবর্তন আসতেই পারে! এতে অবসাদগ্রস্ত হয়ে পড়া বা হীনমন্যতায় ভোগার কিছু নেই।
advertisement
5/7
কোনও একজন ব্যক্তির সঙ্গে নিয়মিত যৌন সম্পর্ক থাকা মানেই সে জীবনের শেষ পুরুষ অথবা জীবনের সবথেকে ঘনিষ্ঠ মানুষ, এমনটা ভাবার কোনও কারণ! শুধু শারীরিক ভাবে ঘনিষ্ঠ মানেই যে দু’জনের মনের খুব মিল থাকবে, এমন না-ও হতে পারে।
advertisement
6/7
আপনার সঙ্গীর তুলনায় আপনার যৌন চাহিদা বেশি বা কম, দুটোই হতে পারে! এই নিয়ে মাথাব্যথার কোনও কারণ নেই! প্রতিটা মানুষের যৌন ইচ্ছে আলাদা-আলাদা!
advertisement
7/7
স্কুল-কলেজে একটা কথার খুব প্রচলন আছে, '' ভার্জিনিটি ইজ নট ডিগনিটি, ইটস দ্য ল্যাক অফ অপারচুনিটি''! এই প্রবাদটাকে প্রথমেই বয়কট করে ফেলুন! বন্ধু-বান্ধবদের যৌন সম্পর্ক হয়ে গিয়েছে, অথচ আপনি এখনও ভার্জিন, এই নিয়ে মন খারাপ করতে বসবেন না! যৌনজীবন আগে শুরু হওয়া মানেই যে সে মারাত্মক এক্সপার্ট হবে, এরকম কোনও কথা নেই!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Relationship: মেয়ে বড় হচ্ছে, যৌনতা নিয়ে এই কথাগুলো বলা থেকে এড়িয়ে যাবেন না...