TRENDING:

Cheap Fish Very Good For Health: সস্তার মাছ তাই ‘জাতের’ নয়, কত্ত কত্ত গুণে ঠাসা মাছ বাতিল করে শরীরের এত বড় ক্ষতি নিজেই ডাকছেন জানেন

Last Updated:
Cheap Fish Very Good For Health: ‘সস্তার’ মাছ, ও আবার কেউ খায় নাকি, বাজারে নাক সিঁটকে এড়িয়ে যান! বিভিন্ন জানার্ল থেকে বিশেষজ্ঞ সবাই মানেন এই মাছ গুণে ঠাসা
advertisement
1/10
বাজারে নাক সিঁটকে এড়িয়ে যান! গুণে ঠাসা মাছ বাতিল করে শরীরের ক্ষতি ডাকছেন!
পাঙ্গাস মাছ বাজারে পাওয়া যায়- কিন্তু আপনি দেখলেই এড়িয়ে যান, আপনি কি জানেন যে এই মাছে কোনও গুণ নেই৷ তাহলে পুরো ভুল সেই ধারণা৷ একাধিক স্বাস্থ্য সংস্থার মতে  এটি একটি পুষ্টিকর পছন্দ, যার পুষ্টিগুণ একাধিক সামুদ্রিক মাছের মতোই। এতে প্রতি ১০০ গ্রামে প্রায় ৭৫ ক্যালোরি থাকে।
advertisement
2/10
বাজারে প্রচুর পরিমাণে পাঙ্গাস মাছ বিক্রি হয়। এই মাছে সাদা সামুদ্রিক মাছ গোত্রের, কলকাতা সহ শহরতলির বাজারে বেশ সস্তায় পাওয়া যায় এই মাছ৷ ফলে, বহু মানুষ পাঙ্গাস মাছ খুব একটা পছন্দ করে না। এরই জন্যে এই পাঙ্গাস মাছের দাম খুব একটা বেশি নয়। অন্যদিকে মাছ চাষিরা পাঙ্গাস মাছ চাষ করে,খুব একটা বেশি লাভ পায় না।   চাষীদের পাঙ্গাস মাছের গুরুত্ব নিয়ে খুব একটা পরিষ্কার ধারণা নেই। কেন? মাছ চাষীরা সাধারণত পাঙ্গাস মাছ কেজি প্রতি প্রায় ৫০ টাকার পাইকারি দরে বিক্রি করে।
advertisement
3/10
এই মাছে লো ফ্যাট এবং কার্বোহাইড্রেডের পরিমাণও এতে কম থাকে৷ এতে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে৷ এটি ব্যালান্সড ডায়েটের অংশ৷ সপ্তাহে দু বার খাওয়া ভাল এমনটাই জানাচ্ছে এএসসি অ্যাকোয়া অরগ৷
advertisement
4/10
পাঙ্গাস মাছ ছোট ছোট টুকরো করে কেটে পিকেলস বানিয়ে, বিদেশের বাজারে বহুমুল্যে বিক্রি হয়।মাছের নাড়িভুড়ি থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি করা হয়। যা অর্গানিকভাবে চাষবাস করতে গিয়ে খুব কাজে লাগে।তিনি বলেন,ওই পাঁচ গ্রাম অ্যামিনো অ্যাসিড এক লিটার জলের সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করলে,তাতে প্রচণ্ড পরিমাণে ফলন বাড়ে।
advertisement
5/10
এছাড়াও মাছের কাঁটা গুঁড়ো করে ক্যালসিয়াম পাউডার তৈরি হয়। যা বিস্কুট এবং অন্যান্য খাবারের সঙ্গেও ক্যালসিয়াম বজায় রাখার জন্য ব্যবহার করা হচ্ছে।
advertisement
6/10
ডঃ বিজয় কালী মহাপাত্র বলেন ‘‘চাষিরা জানেন না,তারা পাঙ্গাস মাছ বিক্রি করে দেওয়ার পর,  ৫০ টাকার পাঙ্গাস মাছ অন্ততপক্ষে দেড় থেকে দু হাজার টাকা দামে দাঁড়াচ্ছে। আর সেই বিক্রির পদ্ধতি হল এরকম।'’
advertisement
7/10
চাষিরা প্রতিদিন পাঙ্গাস মাছ যতটা জল থেকে তুলে বিক্রি করে।তার অনেকটা কম অংশ সাধারণ বাজার পর্যন্ত গিয়ে পৌঁছায়। কারণ একটাই , মাছ ব্যবসায়ীরা পাঙ্গাস মাছ কিনে বিক্রি করতে চায় না।তাহলে এত পাঙ্গাস মাছ যাচ্ছে কোথায়?
advertisement
8/10
এ বিষয়ে মৎস্য বিজ্ঞানী ডঃ বিজয় কালী মহাপাত্র জানান, ‘‘পাঙ্গাস মাছের কিছুই ফেলা যায় না।যেমন, এই মাছের চর্বিগুলো আলাদা করে, তেল বের করা হয়।এই তেলের গুন 'কড লিভার' ওয়েলের সমান না হলেও,প্রায় কাছাকাছি উপকারিতা রয়েছে৷ ’’
advertisement
9/10
এটাই দাবি ডক্টর বিজয় কালী মহাপাত্রের৷   যার ফলে এই তেলের দাম কিছুটা কম হয়। এই মাছের তেল খাওয়া যেমন ভাল তেমনিই তেমনিই শরীরে ম্যাসাজের জন্য সাংঘাতিক উপকারী।
advertisement
10/10
ডঃ বিজয় কালী মহাপাত্র বলেন ‘‘চাষিরা জানেন না,তারা পাঙ্গাস মাছ বিক্রি করে দেওয়ার পর,  ৫০ টাকার পাঙ্গাস মাছ অন্ততপক্ষে দেড় থেকে দু হাজার টাকা দামে দাঁড়াচ্ছে। আর সেই বিক্রির পদ্ধতি হল এরকম।'’
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cheap Fish Very Good For Health: সস্তার মাছ তাই ‘জাতের’ নয়, কত্ত কত্ত গুণে ঠাসা মাছ বাতিল করে শরীরের এত বড় ক্ষতি নিজেই ডাকছেন জানেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল