TRENDING:

Healthy Lifestyle: লৌহকঠিন হবে যৌবন... পুরুষরা পাতে রাখুন এই 'মাছ'... রাস্তায় আর 'কাকু' বলে ডাকবে না কেউ

Last Updated:
বাঙালি মানেই মেছো বাঙালি। ভাতের সঙ্গে এক টুকরো মাছ পেলেই মুখে হাসি! দু'বেলাই পাতে মাছ থাকলে তো কথাই নেই! ডিম-মাংস ফেলে বাঙালি মাছের দিকে ঝোঁকে! মাছ হরেক রকমের। তবে নিজের যৌবন ধরে রাখতে, এবার থেকে আরেক পিস মাছ বেশি খাবেন তো?
advertisement
1/7
লৌহকঠিন হবে যৌবন... পুরুষরা পাতে রাখুন এই 'মাছ'... রাস্তায় আর 'কাকু' বলে ডাকবে না কেউ
কথাতেই আছে মাছে-ভাতে বাঙালি। মাছ না হলে বাঙালির মন ভরে না। ভাজা, ঝাল, ঝোল, চচ্চড়ি, মুড়ি ঘণ্ট- বাঙালির সঙ্গ মাছ কোনওদিন ছাড়েনি।
advertisement
2/7
পুকুর নদীর মাছ রুই, কাতলা, মৃগেল, শিঙি হোক কিংবা সামুদ্রিক মাছ পমফ্রেট, পাবদা। সবার প্রিয় ইলিশ-চিংড়ি তো আছেই তালিকায়। ভোলা-ভেটকিও বাঙালির প্রিয়।
advertisement
3/7
বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্যামন, সার্ডিন, টুনা এবং ম্যাকেরেলের মতো তৈলাক্ত মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা শুক্রাণুর গুণমান উন্নত করতে সাহায্য করে।
advertisement
4/7
জিঙ্ক শুক্রাণুর সংখ্যা এবং গুণমান উন্নত করতে সাহায্য করে। ঝিনুক, গলদা চিংড়ি, এবং অন্য সামুদ্রিক খাবারে জিঙ্কের ভাল উৎস রয়েছে।
advertisement
5/7
শুধু পুরুষত্ব বাড়াতে না। স্যামন, ম্যাকারেল, সার্ডিনের মতো মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রচুর৷ ফলে কমে যায় লিভার ইনফ্লেম্যাশন৷ আমন্ড, ওয়াবনাট, ফ্ল্যাক্সসিডের পুষ্টিগুণ লিভারের কার্যকারিতা বজায় রাখে৷
advertisement
6/7
শুধু মাছ নয়। পুষ্টিবিদদের মতে, মাছের তেলও নিঃসন্দেহে উপকারী। বরং তাঁদের দাবি, মাছের তেলেই বেশি গুণ। রুই-কাতলা-পাবদা জাতীয় মাছের তেল রোজ খাওয়াই যায়।
advertisement
7/7
বাঙালি মানেই মেছো বাঙালি। ভাতের সঙ্গে এক টুকরো মাছ পেলেই মুখে হাসি! দু'বেলাই পাতে মাছ থাকলে তো কথাই নেই! ডিম-মাংস ফেলে বাঙালি মাছের দিকে ঝোঁকে! মাছ হরেক রকমের। তবে নিজের যৌবন ধরে রাখতে, এবার থেকে আরেক পিস মাছ বেশি খাবেন তো?
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: লৌহকঠিন হবে যৌবন... পুরুষরা পাতে রাখুন এই 'মাছ'... রাস্তায় আর 'কাকু' বলে ডাকবে না কেউ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল