Health Tips: গুণের খনি, পুষ্টিতে ঠাসা, তবে শরীরে যদি এই রোগ থাকে তাহলে এই সবজি আপনার জন্য রেড অ্যালার্ট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Healthy Lifestyle: এমন অনেক সববজি আছে যেখানে এমন কিছু উপাদান থাকে যা বিভিন্ন রোগে বিষের মতো কাজ করে৷ তাই জেনে নিন চিকিৎসকরা কী বলছেন কোন রোগে শীতের এই সব সবজি না খাওয়াই ভাল৷
advertisement
1/8

শীতকালের একাধিক সবজি হয়, আর যে কোনও মরশুমি সবজিই নানা গুণে ঠাসা, তাই সকলেই এই সময়টা এই সবজিগুলি খান৷ কিন্তু জানেন কি এমন অনেক সববজি আছে যেখানে এমন কিছু উপাদান থাকে যা বিভিন্ন রোগে বিষের মতো কাজ করে৷ তাই জেনে নিন চিকিৎসকরা কী বলছেন কোন রোগে শীতের এই সব সবজি না খাওয়াই ভাল৷
advertisement
2/8
শীতে পুষ্টিগুণে ভরপুর এমনই একটি সবজি হল বিট। শরীরের অনেক জটিল সমস্যার দ্রুত সমাধান করতে পারে এই লাল সবজি বিট।
advertisement
3/8
অভিজ্ঞ পুষ্টিবিদ চিকিৎসক দিব্যা নাজ জানান, পুষ্টির খনি হলেও শরীরে বেশ কিছু সমস্যা থাকলে বিট না খাওয়া একেবারে উচিত নয়।
advertisement
4/8
বিটরুটে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। তাই বিটরুট খেলে রক্তচাপ আরও কমে যেতে পারে। তাই নিম্ন রক্তচাপের রোগীদের এই সবজি না খাওয়াই উচিত।
advertisement
5/8
বিটরুটে অক্সালেট নামক একটি উপাদান রয়েছে যা কিডনিতে পাথর তৈরি করতে পারে। তাই কিডনির সমস্যা থাকলে বিটরুট না খাওয়া উচিত।
advertisement
6/8
ব্লাড সুগার বেশি থাকলে খাওয়াদাওয়ার নানা বিধিনিষেধ থাকে। এক্ষেত্রে ডায়াবেটিকদের বিটের জুস খাওয়ার বিষয়েও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
advertisement
7/8
বিট বেশি খেলে লিভারের উপর চাপ পড়ে। যদি লিভারের স্বাস্থ্য দুর্বল হয় তাহলে বিট না খাওয়াই উটিত। এতে সংক্রমণের আশঙ্কা থাকে এবং লিভার সংক্রান্ত রোগ বেড়ে ওঠে।
advertisement
8/8
ত্বকে ফুসকুড়ি, লালভাব, চুলকানি সহ কোনও এলার্জির সমস্যা থাকলে সাবধানে বিটখাওয়া উচিত। নাহলে অ্যালার্জি সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: গুণের খনি, পুষ্টিতে ঠাসা, তবে শরীরে যদি এই রোগ থাকে তাহলে এই সবজি আপনার জন্য রেড অ্যালার্ট