TRENDING:

Lotus Health Benefits: পদ্মের প্রতি অংশে লুকিয়ে রয়েছে শক্তির ভাণ্ডার! পুরুষদের স্বাস্থ্য ভাল রাখতে ব্যবহার করুন বিশেষ ফুলটি

Last Updated:
পুরুষদের স্বাস্থ্য ভাল রাখতে ব্যবহার করুন বিশেষ ফুলটি ভারতীয় রন্ধনশিল্পে গুরুত্বপূর্ণ জায়গা ধরে রেখেছে পদ্ম। একাধারে সুস্বাদু, সুদৃশ্য,সুগন্ধি এবং স্বাস্থ্যকর এই ফুল।
advertisement
1/9
পদ্মেই লুকিয়ে শক্তির ভাণ্ডার! পুরুষদের স্বাস্থ্য ভাল রাখতে ব্যবহার করুন বিশেষ ফুল
ভারতীয় রন্ধনশিল্পে গুরুত্বপূর্ণ জায়গা ধরে রেখেছে পদ্ম। একাধারে সুস্বাদু, সুদৃশ্য,সুগন্ধি এবং স্বাস্থ্যকর এই ফুল।
advertisement
2/9
ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন থেকে প্রকাশিত একটি গবেষণায় লেখা হয়েছে, “পদ্মের সমস্ত অংশে এমন কিছু যৌগ রয়েছে, যেগুলি মানব শরীরে বিভিন্ন ভাবে কাজে আসে। অ্যান্টি-অক্সিডেটিভ, অ্যান্টি-ডায়াবিটিক, অ্যান্টি-ইসকিমিক, অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-অ্যালার্জিক নানা ঔষধি এবং উপকারী বৈশিষ্ট্য রয়েছে পদ্মে।”
advertisement
3/9
পুষ্টিবিদ ঋতুজা দিবাকর পদ্ম ফুলের উপকারিতা সম্পর্কে সমাজমাধ্যমে জানিয়েছেন। জেনে নেওয়া যাক, পদ্মের ৫টি উপকারিতা।
advertisement
4/9
গর্ভধারণ ক্ষমতা বৃদ্ধি: নাগপুরের পুষ্টিবিদ ঐশ্বর্যা ফ্যাটিংয়ের দাবি, পদ্মের বীজ (মাখানা) গর্ভধারণে সাহায্য করে। এগুলি ভিটামিন বি কমপ্লেক্সে ভরপুর। এ ছাড়াও জরায়ুতে রক্তপাত হলে, সেই চিকিৎসার জন্যেও কার্যকরী পদ্ম।
advertisement
5/9
যৌন ইচ্ছার বৃদ্ধি: পদ্মের বীজ যৌন উদ্দীপক হিসেবে ব্যবহৃত হয়। পুরুষ হোন বা মহিলা, সঙ্গমের ইচ্ছা বাড়িয়ে তোলার ক্ষমতা রাখে এই ফুলের বীজ। জননাঙ্গে রক্ত চলাচল উন্নত করে। শুক্রাণুতে পুষ্টি জোগায় পদ্মের বীজ। সে কারণে পুরুষদের জন্য পদ্মের উপকারিতা বিপুল।
advertisement
6/9
ভ্রূণের বৃদ্ধি: অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য পদ্মফুলের উপযোগিতা অপরিসীম। গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে পদ্মের বীজ এবং পদ্মের ডাঁটি বা কাণ্ড। ভিটামিন সি, ভিটামিন বি, সোডিয়াম, জ়িঙ্ক, ফলিক অ্যাসিড, ম্যাঙ্গানিজ়ের মতো উপাদানে ভরপুর পদ্মফুল। এ ছাড়াও প্রোটিন ও ফাইবার রয়েছে এতে। অন্তঃসত্ত্বা মহিলারা পদ্মের বীজ অর্থাৎ মাখানার পায়েস, মাখানা ভাজা, পদ্মের ডাঁটির তরকারি বা পদ্মের ডাঁটি ভাজাও খেতে পারেন। এতে উপকারিতা প্রচুর।
advertisement
7/9
মনকে শান্ত করে: পুষ্টিবিদ ঐশ্বর্যা বলেন, ‘‘আয়ুর্বেদে বলা হয়েছে, পদ্ম এমন একটি ভেষজ, যেটির মধ্যে আশ্চর্যজনক শীতলকরণ বৈশিষ্ট্য আছে।’’ আর সেই বৈশিষ্ট্যের কারণেই শরীর ও মনকে শান্ত করতে পারে পদ্ম। শরীরের উত্তাপ কমানোর জন্যেও পদ্মের ব্যবহার হয়। আয়ুর্বেদে বলা হয়, পদ্মফুল ঘরে রাখলে প্রশান্তি আসে মনে। মানসিক স্বাস্থ্য উন্নত হতে পারে।
advertisement
8/9
সৌন্দর্য বৃদ্ধি: অ্যান্টি-অক্সিড্যান্টের গুরুত্বপূর্ণ উৎস পদ্ম। ফলে এই ফুলের দৌলতে ত্বকের স্বাস্থ্য ভাল হয়। চটজলদি মুখে বয়সের ছাপ পড়ে না। কালো দাগ-ছোপ দূর করে ঔজ্জ্বল্য আনতে পারে চেহারায়। আয়ুর্বেদের নিয়ম মেনে পদ্ম দিয়ে তৈরি হয় ফেসিয়াল অয়েল বা মুখের তেল। সেটি মেখে ত্বকের যত্ন নেওয়া যেতে পারে। এমনিতে ডায়েটে পদ্ম-জাত খাবার যুক্ত করলেও উপকার মিলবে।
advertisement
9/9
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lotus Health Benefits: পদ্মের প্রতি অংশে লুকিয়ে রয়েছে শক্তির ভাণ্ডার! পুরুষদের স্বাস্থ্য ভাল রাখতে ব্যবহার করুন বিশেষ ফুলটি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল