TRENDING:

Healthy Lifestyle: বিভোর করা শরীরি সম্ভোগ, যৌন মিলনের পর একেবারে অন্য কথা বলেন নারী ও পুরুষরা

Last Updated:
এই সমীক্ষা একেবারেই সাম্প্রতিক৷ তাই একেবারেই এখনকার নারী -পুরুষদের কথা বলা হয়েছে...
advertisement
1/7
বিভোর করা শরীরি সম্ভোগ, যৌন মিলনের পর একেবারে অন্য কথা বলেন নারী ও পুরুষরা
#নিউইয়র্ক: স্ত্রী ও পুরুষের মিলন একটি চিরন্তন সত্যি৷ সঙ্গী ও সঙ্গিনীর একে অপরের মনের ওপর যত টান থাকে , শরীরের ওপরেও টান হয় অনস্বীকার্য৷ শরীরি মিলনের আগে নারী ও পুরুষ উভয়েই খুবই রোমান্টিক হয়ে থাকেন৷ আকর্ষণ বাড়ানোর জন্য প্রচুর মধুর শব্দ বা সোজা কথায় রোমান্টিক কথা বলেন৷ কিন্তু গভীর আগ্রহের মিলন শেষ হয়ে যাওয়ার পর কি হয়? পুরুষ এবং মহিলা উভয়ই প্রায়শই তাঁদের পার্টনারের সঙ্গে যৌনমিলনের  পরে রোমান্টিক কথা বিশেষ বলেন না৷ Photo -Representative
advertisement
2/7
সম্প্রতি একটি গবেষণায় এই নিয়ে রীতিমতো আর্টিকেল প্রকাশিত হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে সাধারণত যৌন মিলনের পরে রোমান্টিক কথা বিশেষ বলেন না। সমীক্ষায় যৌন মিলনের যে ধরণের শব্দ ব্যবহার হয় তা একটি তালিকা তৈরি হয়েছে৷ Photo -Representative
advertisement
3/7
একটি বিদেশি ডেটিং সাইটের সমীক্ষা অনুযায়ি তোমায় খুব ভালবাসি এমনটা খুব একটা নারী কিম্বা পুরুষ কোনওপক্ষই বলেন না৷ তবে এই সমীক্ষা একেবারেই সাম্প্রতিক৷ তাই একেবারেই এখনকার নারী -পুরুষদের কথা বলা হয়েছে৷  যৌনতার পরে পুরুষদের সর্বাধিক যে শব্দগুলি বলা হয় তাতে প্রথম কথাটি হল তাঁর নারী পার্টনারের উত্তেজনা-র বিবরণ দেওয়া৷ বা তার প্রশংসা করা৷ অর্গাজমের সময় তোমার উত্তেজনা দারুণ ছিল৷ Photo -Representative
advertisement
4/7
অনেক সময়েই পুরুষরা বলেন  কি দারুণ৷ কখনও আবার বলেন আমাকে যেতে হবে৷ কখনও আবার তাঁর স্ত্রী সঙ্গিনীকে বলেন যৌনমিলনটা খুব দরকার ছিল৷ কখনও আবার বলেন আবার কবে সেক্স করতে পারব? Photo -Representative
advertisement
5/7
এদিকে পুরুষরা তাও যৌন মিলন নিয়ে কোনও কোনও কথা বললেও  মেয়েদের কথা শুনলে একেবারেই নিরাশ হয়ে পড়বেন৷ সামাণ্য রোমান্টিকতার আঁচও থাকে না৷  সবচেয়ে বেশি বলেন আমার ফোন কোথায়? Photo -Representative
advertisement
6/7
তবে সবচেয়ে বেশি বলা কথার থেকে বাকি কথাগুলো খানিকটা রোমান্টিক৷ তাঁরা মিলনের পরে পুুরুষ সঙ্গীকে ঘুমোতে দিতে চান না৷ বলেন , ঘুমিয়ে পড়ো না৷ বলেন আমায় জড়িয়ে ধর, আদর কর৷ অনেক সময় আবার বলেন তুমি দারুণ৷ কখনও কখনও আবার বলেন পার্টনারের সঙ্গে তাঁর থাকতে কতটা ভাল লাগে৷ Photo -Representative
advertisement
7/7
এদিকে যৌন মিলনের পরে পুুরুষ ও মহিলারা অনেক সময়ে সম্পর্ক নিয়েও কথা বলেন৷ তবে দীর্ঘদিনের বিবাহের সম্পর্কের মধ্যে থাকা  স্বামী -স্ত্রী -র শারীরিক মিলনের পরে এই ধরণের কোনও কথাই হয় না৷ কারণ সে সময় শরীরি মিলনের ঘটনাটিও রোজকার ভাত-ডাল খাওয়ার মতোই বৈচিত্রহীণ হয়ে যায়৷ কোনও রকমের বাড়তি চার্ম সেখানে অবশিষ্ট থাকে না৷ Photo -Representative
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: বিভোর করা শরীরি সম্ভোগ, যৌন মিলনের পর একেবারে অন্য কথা বলেন নারী ও পুরুষরা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল