Health Tips: রক্তবমি-কাশি-চর্মরোগ নিরাময়ে অব্যর্থ, এই পাতা সর্বরোগহরা, বাড়িতে রাখলে চিন্তা থাকবে না
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Health Tips: চুলকানি, একজিমা এবং কাটা ঘায়ে বিশল্যকরণীর পাতা বেটে লাগালে খুব ভাল উপকার পাওয়া যায়।
advertisement
1/6

বহু শাখাপ্রশাখা বিশিষ্ট সরু রোমযুক্ত উদ্ভিদ। মাটিতে লতিয়ে চলে। পাতা খুব ঘন। আকারে ছোট এবং গোলাকার। পাতার আগের দিকটা মোটা।
advertisement
2/6
চুলকানি, একজিমা, এবং কাটা ঘায়ে বিশল্যকরণী পাতা বেঁটে লাগালে খুব ভালো উপকার পাওয়া যায়।
advertisement
3/6
এটি লতানো ভেষজ উদ্ভিদ। কোন রকম যত্ন ছাড়াই সহজেই বেড়ে ওঠে। অনেকে বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য এই গাছটি লাগিয়ে থাকেন।
advertisement
4/6
পেটে ঘা হলে রক্তবমি, অথবা কাশির বেগে রক্ত পড়লে বিশল্যকরণীর শিকড় দুই গ্রাম, পাতা ৮ /১০ টা নিয়ে একসঙ্গে বেঁটে সামান্য ঠাণ্ডা জল মিশিয়ে খাওয়ালে রক্তবমি বন্ধ হয়ে যায়।
advertisement
5/6
বিশল্যকরণী পাতার রস সামান্য গরম জলে মিশিয়ে তার সাহায্যে দিনে একবার ঘা ধুয়ে ভালভাবে পরিষ্কার করে বিশল্যকরণী পাতা এবং মূল ভালাে করে বেঁটে ঘায়ের ওপর লাগিয়ে টুকরাে কাপড় দিয়ে বেঁধে রাখতে হবে।
advertisement
6/6
বিষহরি লাল, বিষল্যকরণী, রক্ত কেউটে, আবার অনেক জায়গায় এই গাছ স্হানীয়ভাবে লালগঁদ নামেও পরিচিত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: রক্তবমি-কাশি-চর্মরোগ নিরাময়ে অব্যর্থ, এই পাতা সর্বরোগহরা, বাড়িতে রাখলে চিন্তা থাকবে না