শরীরে সঙ্গীর আদর-কামড়ের দাগ নিয়ে চিন্তিত? নিমেষে দাগ দূর করার উপায় জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
প্যাশনেট মিলনের সময় অনেকেই এমন দাগ পছন্দও করেন। কিন্তু গলায়, হাতে বা দেখা যায় এমন স্থানে শরীরে দাগ দেখা গেলে অস্বস্তি হওয়াটা স্বাভাবিক।
advertisement
1/7

পার্টনারের সঙ্গে যৌন মিলনের সময় অনেকেই আদরের দাগ ছেড়ে দেন শরীরে। প্যাশনেট মিলনের সময় অনেকেই এমন দাগ পছন্দও করেন। কিন্তু গলায়, হাতে বা দেখা যায় এমন স্থানে শরীরে দাগ দেখা গেলে অস্বস্তি হওয়াটা স্বাভাবিক।
advertisement
2/7
কীভাবে এই দাগ দূর করবেন? শরীরে সঙ্গীর আদর-কামড়ের দাগ দূর করার কিন্তু খুব সহজ উপায় রয়েছে। কোনওটি নিমেষে কাজ দেবে, কোনওটি খানিকটা সময় নিয়ে একেবারে নির্মূল হবে। উপায়গুলি জেনে নিন।
advertisement
3/7
লভ বাইট বা হিকি দূর করার বেশ কয়েকটি উপায় রয়এছে। গলায় বা হাতে কামড়ের দাগ দূর করার সবচেয়ে ভাল উপায় ঠান্ডা সেঁক দেওয়া (কোল্ড কমপ্রেস)। এতে খুব সহজেই এই দাগ দূর হবে।
advertisement
4/7
অ্যালোভেরা পাল্প দিয়ে ওই দাগের উপর হাল্কা হাতে ম্যাসাজ করুন। কাজে দেবে।
advertisement
5/7
কোকোয়া বাটার দিয়ে হাল্কা হাতে ম্যাসাজ করলেও খুবই কাজ হয়।
advertisement
6/7
ভিটামিন সি ক্রিম থাকলে মোটা করে ওই দাগের উপর দিয়ে রাখুন। খুব জলদি উপকার পাবেন।
advertisement
7/7
আনারস বাড়িতে থাকলে সেটির রস লাগিয়ে রাখুন ওই দাগে। দারুণ উপকার। খুব তাড়াতাড়ি দূর হবে হিকি। এছাড়াও কলার খোসা দিয়ে লভ বাইট দূর করা যায়।