TRENDING:

জি-স্পট ছুঁলেই চরম রতিসুখে পাগল, নারী শরীরের কোথায় লুকিয়ে! কীভাবে খুঁজবেন জানুন

Last Updated:
জি-স্পট রহস্যভেদ সবাই করতে পারেন না। নারীর শরীরে জি-স্পট খুঁজে ফেললেই চরম যৌনসুখ, কীভাবে খুঁজবেন জানুন।
advertisement
1/7
জি-স্পট ছুঁলেই চরম রতিসুখে পাগল, নারী শরীরের কোথায় লুকিয়ে! কীভাবে খুঁজবেন জানুন
শারীরিক সম্পর্কে নারী-পুরুষ উভয়েরই যৌনতৃপ্তি গুরুত্বপূর্ণ। যৌনতা মানুষের জীবনের উপযোগী চাহিদাও। যদিও যৌনতা নিয়ে কথা বলতে অনেকেই আড়ষ্টতা বোধ করেন। যৌনমিলনে ছেলে ও মেয়ে দুইয়েরই অর্গাজম খুবই জরুরি।
advertisement
2/7
যৌনমিলনে চরম সুখ পেতে হলে অর্গাজমে পৌঁছনোর সিঁড়ি জি-স্পটকে খুঁজে বের করতে হবে। নারীদেহের জি-স্পটকে খুঁজে পেলে যৌনতৃপ্তি পাবেন নারী-পুরুষ উভয়েই। কিন্তু জি-স্পট রহস্যভেদ সবাই করতে পারেন না।
advertisement
3/7
অর্গাজমের রাস্তাটা তখনই সফল হয় যখন জি-স্পট বা গ্রাফেনবার্গ স্পট-এর যৌন সুখকে একটা অপরিসীম আনন্দের জায়গায় নিয়ে যাওয়া যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, অর্গাজম শুধুই যে শারীরিক যৌনতার পরিতৃপ্ত করার উপায়ই নয়, এতে মানসিক চাপ ও হতাশাও দূর হয়।
advertisement
4/7
অর্গাজম শুধুমাত্র যোনিতে কোনও কিছুর পেনিট্রেশনের উপর নির্ভর করে না, এটা যে কোনও ধরনের পেনিট্রেশন ছাড়াই হয় এবং মূলত স্পর্শ-এর উপরে এর নির্ভরশীলতা অনেকবেশি। এমন এক স্পর্শ যা প্রেমিক-প্রেমিকা উদ্বুদ্ধ করে এক অপরিসীম আনন্দ এবং ইজাকুলেশনের দিকে নিয়ে যেতে।
advertisement
5/7
গ্রাফেনবার্গ স্পট বা জি-স্পট আসলে কী? এটা শরীরের কোথায় অবস্থান করে? এমন সব প্রশ্নের উত্তর হল জি-স্পট শরীরের কোথায় থাকে তা আজও কেউ সঠিক ভাবে বলতে পারে না। এটাকে শারীরিক গঠনতন্ত্রের কোনও অংশ বলা যায় না।
advertisement
6/7
কারণ আজও জি-স্পটের নির্দিষ্ট কোনও স্থান আবিষ্কার করা যায়নি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এক একজনের শরীরে এক-এক স্থানে জি-স্পট তৈরি হতে পারে। জি-স্পট খুঁজে পেতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা কিছু উপায়ের কথা বলেছেন। এতে উল্লেখযোগ্য হল যৌনমিলনের আগে শরীরকে যতটা পারা যায় আরামে রাখা, রিল্যাক্স করা। মানসিক এবং শারীরিকভাবে নিজেকে হালকা রাখা।
advertisement
7/7
নিজেই নিজের শরীরের উপরে বিভিন্ন যৌন সম্মোহনের স্পর্শে অনুভূতিকে যাচাই করা এবং শরীরের যে স্থান যৌন স্পর্শে সবচেয়ে বেশি সাড়া দিচ্ছে তাকে চিহ্নিত করতে পারা। এই স্থানে যৌন স্পর্শে যদি শরীরে ইজাকুলেশন প্রক্রিয়া শুরু হয় তাহলে ওই স্থানটিকে জি-স্পট হিসাবে ধরা যেতে পারে। তাই পার্টনারকে আঙুল ছুঁয়ে পরখ করতে ও করাতে বলুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
জি-স্পট ছুঁলেই চরম রতিসুখে পাগল, নারী শরীরের কোথায় লুকিয়ে! কীভাবে খুঁজবেন জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল