Healthy Breakfast Tips: ব্রেকফাস্টের ৪ খাবারে ধুয়েমুছে সাফ গ্যাস, অম্বল, পেট ফাঁপা! মুক্তি কোষ্ঠকাঠিন্যর অসহ্য যন্ত্রণা থেকে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Healthy Breakfast Tips:প্রাতরাশে কিছু বিশেষ খাবার খেতে ভুলবেন না। এই খাবারগুলি খেলে নিয়ন্ত্রণে থাকে ব্লাড সুগার। বাড়বে না ওজন। দূর হবে গ্যাস, অম্বল, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য-সহ পেটের সব সমস্যা।
advertisement
1/5

সার্বিক শারীরিক সুস্থতার জন্য প্রাতরাশ বা ব্রেকফাস্ট খুব জরুরি। দিনের প্রথম খাবার কী খাচ্ছেন, তার উপর পেটের সুস্বাস্থ্য, হজমের কার্যকারিতা নির্ভর করে।
advertisement
2/5
প্রাতরাশে কিছু বিশেষ খাবার খেতে ভুলবেন না। এই খাবারগুলি খেলে নিয়ন্ত্রণে থাকে ব্লাড সুগার। বাড়বে না ওজন। দূর হবে গ্যাস, অম্বল, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য-সহ পেটের সব সমস্যা। বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা।
advertisement
3/5
প্রাতরাশে খান টক দই। তবে চিনি ছাড়া। এর প্রোবায়োটিক উপাদান পেটের স্বাস্থ্য ভাল রাখে। নিয়ন্ত্রণ করে ব্লাড সুগার। দিনভর গ্যাস অম্বলের ভয় থাকে না।
advertisement
4/5
ফাইবার, অ্যান্টি অক্সিড্যান্ট ভরা চিয়া সিডস রাখুন ব্রেকফাস্ট টেবিলে। এতে দীর্ঘ ক্ষণ পেট ভর্তি থাকে। ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমবে। নিয়ন্ত্রণে থাকবে ওজন।
advertisement
5/5
ওটস, ফ্ল্যাক্সসিড, বেরিজাতীয় ফল মিশিয়ে সারুন ব্রেকফাস্ট। প্রচুর পরিমাণে ফাইবার, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি অক্সিড্যান্টের যোগান থাকবে অটুট। কোষ্ঠকাঠিন্য ও অন্যান্য পেটের রোগ সারবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Breakfast Tips: ব্রেকফাস্টের ৪ খাবারে ধুয়েমুছে সাফ গ্যাস, অম্বল, পেট ফাঁপা! মুক্তি কোষ্ঠকাঠিন্যর অসহ্য যন্ত্রণা থেকে