Healthcare: সর্দি-কাশি-জ্বর থেকে শুরু করে জটিল রোগ দূর হবে! সঠিক নিয়মে খান এই পাতা!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Healthcare: এই গাছের ফুল থেকে পাতা, ছাল সব কিছুতেই রয়েছে দারুণ উপকার! জানুন চিকিৎসকের মত
advertisement
1/7

শুধুই এই গাছের ফুলের সৌন্দর্য নয়। এই গাছের পাতার গুণও অনেকটাই গুরুত্বপূর্ণ করে তোলে এই গাছকে।
advertisement
2/7
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, ত্বকের পরিচর্যা থেকে শুরু করে জ্বর-সর্দি, কাশির কিংবা ব্যথার ব্রহ্মাস্ত্র এই শিউলি ফুল গাছের পাতা।
advertisement
3/7
আশ্বিনের শিউলি ফুলের সময় চলে গেলেও শীতের মরসুম পরিবর্তনের সময়ে এই শিউলি পাতা নানান ভাবে উপকারে লেগে থাকে।
advertisement
4/7
শিউলি পাতায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটারি গুণ। শরীরে ব়্যাডিক্যাল কমাতে এটি দারুণ উপকারী বলেই প্রমাণিত।
advertisement
5/7
সায়াটিকার মতো ব্যথা থেকে সহজে রেহাই পেতে ৩ থেকে ৪ টে পাতা নিয়ে পিষে, সেদ্ধ করে সেই জল দিনে খালিপেটে খেলেই মেলে উপকার।
advertisement
6/7
ঠান্ডা লাগার সমস্যা হলে ২ থেকে ৩ টি শিউলি পাতা এবং ৩ থেকে ৪ টি তুলসী পাতা নিয়ে তা ফুটিয়ে চায়ের মতো বানিয়ে খেলে উপকার মেলে
advertisement
7/7
জ্বর হলে তিন গ্রাম শিউলি গাছের ছাল এবং ২ গ্রাম শিউলি পাতার সঙ্গে ২ থেকে ৩ টি তুলসী পাতা, জলে দিয়ে ফুটিয়ে দিনে ২ বার খান খেলে উপকার মেলে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthcare: সর্দি-কাশি-জ্বর থেকে শুরু করে জটিল রোগ দূর হবে! সঠিক নিয়মে খান এই পাতা!