Healthcare: নিয়ম মেনে এই ঘাস খেলেই বাড়বে গর্ভধারণ ক্ষমতা! দূর হবে জটিল রোগ! জানুন চিকিৎসকের মত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Healthcare: ভাবছেন তো ঘাস আবার খাওয়া যায় নাকি? অবাক হয়ে যাবেন ঘাসের উপকারিতা জানলে! তবে খেতে হবে সঠিক নিয়ম মেনে
advertisement
1/5

শরীরের কোনও স্থান কেটে গেলে দূর্বা ঘাস পিষে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে রক্ত পড়া সঙ্গে সঙ্গেই বন্ধ হয়। এক্ষেত্রে দূর্বার শিকড় ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়।
advertisement
2/5
চিকিৎসক রঞ্জিত দত্ত জানান, "বমি বমি ভাব বন্ধের জন্য দূর্বা ঘাসের রস ২ থেকে ৩ চামচ অল্প চিনির সঙ্গে মিশিয়ে ১ ঘণ্টা পর পর খেলে বমি ভাব খুব সহজেই নির্মূল হয়। তবে বমিভাব কেটে গেলে খাওয়া বন্ধ করে দিতে হবে।"
advertisement
3/5
আয়ুর্বেদীয় মতে, দূর্বা ঘাস মহৌষধ। মুখ, নাক ছাড়াও শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত পড়তে থাকলে দূর্বা ঘাসের রসের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে খাওয়ালে রোগের উপশম হয়।
advertisement
4/5
দূর্বা ঘাস শরীরের রেচনতন্ত্রের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সহায়তা করে। প্রস্রাবে কষ্ট হলে দূর্বার রস দুধ ও জল মিশিয়ে খেলে উপকার মেলে।
advertisement
5/5
দূর্বা ঘাস সন্তান ধারণের ক্ষেত্রেও সম্ভাবনাময় ওষুধ। গর্ভধারণে অসমর্থ হলে দূর্বা ও আতপ চাল এক সঙ্গে বেটে বড়া করে ভাতের সঙ্গে সপ্তাহে তিন-চারদিন খেলে গর্ভধারণের সম্ভাবনা বাড়িয়ে দেয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthcare: নিয়ম মেনে এই ঘাস খেলেই বাড়বে গর্ভধারণ ক্ষমতা! দূর হবে জটিল রোগ! জানুন চিকিৎসকের মত