Healthcare: ভুতুড়ে গাছ! ভয় না পেয়ে খেতে হবে এই গাছের পাতা থেকে ডাল! দূর হবে জটিল রোগ
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Healthcare: সর্দ-কাশি-জ্বর থেকে ত্বক-চুলের যত্নে দারুণ কাজের! সেই সঙ্গ দূর করে জটিল রোগ! জানুন চিকিৎসকের মত
advertisement
1/6

এই ভুতুড়ে গাছেই মিলবে মহৌষধ। তাই ভয় না পেয়ে বাজারে আসার আগে জেনে নিন কী জিনিস এটি।
advertisement
2/6
এটার নাম হল সজনে ডাঁটা! বিশিষ্ট চিকিৎসকেরা মনে করছেন এই ডাঁটা রান্না করে খেলে, বদলে যাবে জীবন।
advertisement
3/6
বাঁকুড়া চিকিৎসক অনির্বাণ ব্যানার্জি বলেন, বসন্ত রোগ প্রতিরোধের সাজনা ডাঁটার তরকারি বা ডালের ভীষণ কার্যকরী। ফলে এই সময় জল বসন্ত বা গুটি বসন্তের আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংই কমে যায়।
advertisement
4/6
জ্বর ত্বক জনিত রোগ সর্দি-কাশি মাথাব্যথা ইত্যাদি রোগ দূর করতে সাহায্য করে সজনে ডাঁটা।
advertisement
5/6
সজনে ডাঁটা তরকারির সঙ্গে মিশিয়ে খেলে চাঙ্গা থাকবে মন এমনটাই বলছেন চিকিৎসক
advertisement
6/6
আর কয়েকদিন মাত্র তারপর থেকেই বাজারে পাওয়া যাবে সজনে ডাঁটা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthcare: ভুতুড়ে গাছ! ভয় না পেয়ে খেতে হবে এই গাছের পাতা থেকে ডাল! দূর হবে জটিল রোগ