Healthcare: প্রস্রাবে জ্বালা করে? মুখে ঘা হয়েছে? এই শাক খেলেই দূর হবে! বহু রোগের ওষুধ
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Healthcare: বাজারে গেলে সস্তায় পেয়ে যাবেন এই শাক! কিডনির অসুখেও দারুণ কাজের! জানুন চিকিৎসকের মত
advertisement
1/5

গরম জল পড়ে ত্বকের কোনও অংশ পুড়ে গেলে বা ফোসকা পড়লে ওই অংশে বথুয়া শাক বেটে আলতো করে মাখিয়ে দিন। দেখবেন ত্বকের জ্বালা ভাব দ্রুত কমে যাবে।
advertisement
2/5
আয়ুর্বেদ বিশেষজ্ঞ অমিতাভ মহন্ত বলেন, এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, অ্যামাইনো অ্যাসিড, ফসফরাস, জিংকের মতো গুরুত্বপূর্ণ উপাদান।
advertisement
3/5
তিনি আরও বলেন,মুখে ঘা হলে বথুয়া শাক চিবিয়ে খেতে পারলে বা হালকা করে রান্না করে খেলে ঘা চটজলদি সেরে যাবে।
advertisement
4/5
প্রস্রাবের সময় কি জ্বালা করে? তাহলে বথুয়া শাক বেটে তার সঙ্গে ২ চামচ জিরার গুঁড়ো, ২ চামচ পাতিলেবুর রস মিশিয়ে শরবত বানিয়ে খেয়ে দেখুন। দিনে অন্তত দু’বার এই শরবত খেতে পারলে এই সমস্যা কেটে যাবে।
advertisement
5/5
কিডনিতে পাথর হলে প্রতিদিন ১ কাপ বথুয়া শাক রস খেতে পারলে উপকার পাওয়া যায়।এছাড়াও ত্বকে শ্বেতির মতো সমস্যা নিরাময়ে বথুয়া শাক অত্যন্ত কার্যকরী! পিত্ত, লিভারের সমস্যা বা মলাশয়ের সমস্যা দূর করতে বেথো শাক খুবই উপকারী।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthcare: প্রস্রাবে জ্বালা করে? মুখে ঘা হয়েছে? এই শাক খেলেই দূর হবে! বহু রোগের ওষুধ