TRENDING:

শীত্‍‌কার ছাড়া অর্গ্যাজম নয়? সুখী যৌনমিলন নিয়ে চিকিত্‍‌সা বিজ্ঞান বলছে...

Last Updated:
চিকিত্‍‌সা বিজ্ঞানীরা বলছেন, যৌন মিলনের ব্যথা বা কষ্টই আসলে আল্টিমেট সেক্সুয়াল প্লিজার৷ কারণ, গবেষণায় দেখা যাচ্ছে, ৭৫ শতাংশ মহিলারই একাধিক বার অর্গ্যাজম হয়৷ শীত্‍‌কার না থাকলে, তা বোঝা সম্ভব নয় পুরুষ সঙ্গীর৷
advertisement
1/6
শীত্‍‌কার ছাড়া অর্গ্যাজম নয়? সুখী যৌনমিলন নিয়ে বিজ্ঞান বলছে...
এই জেট যুগেও সেক্স বা যৌন মিলন নিয়ে ট্যাবু রয়েছে সমাজে৷ যৌনতা নিয়ে খোলাখুলি আলোচনা করতে আজও গুটিয়ে যান অনেকে৷ যার নির্যাস, একগুচ্ছ ভুল ধারণা মনে গেঁথে যায়৷ যার উত্তর মেলে না কোথাও৷
advertisement
2/6
যেমন, যৌনতা উপভোগের আওয়াজ বা শীত্‍‌কার৷ মিলনের সময় শীত্‍‌কার অনেকেই করেন না৷ আসলে ভয় পান, পাছে লোকে জানতে পারে৷ চিকিত্‍‌সকরা বলছেন, শীত্‍‌কার আসলে যৌন মিলনের এক অবিচ্ছেদ্য অংশ৷ সবচেয়ে বড় হল, শীত্‍‌কারই দ্রুত পৌঁছে দেয় চরম মুহূর্তে৷ বিশেষ করে অর্গ্যাজমের জন্য সবচেয়ে ভালো কাজ করে এই শীত্‍‌কার৷
advertisement
3/6
সম্প্রতি মহিলাদের অর্গ্যাজম নিয়ে গবেষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের একদল চিকিত্‍‌সা বিজ্ঞানী৷ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হিউম্যান সেক্সুয়ালিটির অধ্যাপক ঝানা ভ্র্যাঙ্গালোভা জানিয়েছেন, যৌনতার সময় শীত্‍‌কারের মানে হল, আপনি আরও সুখী বা অনন্দ পেতে চাইছেন৷ তাই এই সহজাত বিষয়টি না-এড়ানোই ভালো৷ তাতে যৌন মিলন হয় ঠিকই, অর্গ্যাজমের সুখ ভোগ হয় না অনেক সময়৷
advertisement
4/6
একটি গবেষণায় দেখা যাচ্ছে, সেক্স নয়েজ বা শীত্‍‌কার মানুষকে সবচেয়ে বেশি আরাম দেয় বিছানায়৷ পার্টনারকে বোঝানো যায়, ঠিক কোন জায়গায়, কতটা সুখ তিনি উপভোগ করছেন৷
advertisement
5/6
কেন শীত্‍‌কার দরকার? সাইকোলজি টুডে নামক জার্নালে বলা হয়েছে, শীত্‍‌কারের সবচেয়ে বড় লাভ হল, যৌনতাটি কৃত্রিম নাকি ফেক, তা বোঝা যায়৷ তাই চুপচাপ সেক্সের চেয়ে নয়েজ বা শীত্‍‌কার অত্যন্ত প্রয়োজনীয়৷ একে হিউম্যান সেক্সুয়ালিটি-র ভাষায় বলা হচ্ছে, 'অ্যারউজাল ট্রান্সফার'৷
advertisement
6/6
চিকিত্‍‌সা বিজ্ঞানীরা বলছেন, যৌন মিলনের ব্যথা বা কষ্টই আসলে আল্টিমেট সেক্সুয়াল প্লিজার৷ কারণ, গবেষণায় দেখা যাচ্ছে, ৭৫ শতাংশ মহিলারই একাধিক বার অর্গ্যাজম হয়৷ শীত্‍‌কার না থাকলে, তা বোঝা সম্ভব নয় পুরুষ সঙ্গীর৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
শীত্‍‌কার ছাড়া অর্গ্যাজম নয়? সুখী যৌনমিলন নিয়ে চিকিত্‍‌সা বিজ্ঞান বলছে...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল