Bath: রোজ কিছু না পরে খোলা শরীরে স্নান করেন? এতে আপনার কী ক্ষতি হতে পারে জানলে আর কখনও করবে না
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Bath: ব্যস্ত সময়ে অনেকেই সঠিকভাবে স্নান করেন না। এই পরিস্থিতিতে, সঠিকভাবে স্নান করা কী ভাবে? উন্মুক্ত শরীরে স্নান করার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে।
advertisement
1/6

, ব্যস্ত সময়ে অনেকেই সঠিকভাবে স্নান করেন না। এই পরিস্থিতিতে, সঠিকভাবে স্নান করা কী ভাবে? স্নান সম্পর্কে বিভিন্ন মজার ধারণা আছে।
advertisement
2/6
সাধারণত, সকালে উঠেই স্নান করার অভ্যাস অনেকের মধ্যে রয়েছে। অনেকেই স্নান না করে রান্নাঘরে পর্যন্ত যান না। স্নান মানে পরিষ্কার থাকা। বলা হয় স্নান শরীরকে হালকা করতে সাহায্য করে।
advertisement
3/6
তবে উন্মুক্ত শরীরে স্নান করার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। শীতকালে অনেকেই গরম জলে স্নান করেন, খোলা শরীরে গরম জলে স্নান করলে গায়ের চামরা শুষ্ক হয়ে যেতে পারে। ‍
advertisement
4/6
গায়ে পোশাক না থাকলে সরাসরি গায়ে গরম জল বা ঠান্ডা জল লাগে। ফলে ত্বকে অস্বস্তি হতে পারে।
advertisement
5/6
সেই সঙ্গে পোশাক পরে স্নান না করলে সাবান শরীরের বাহুমূল-সহ গোপন জায়গায় যেতে পারে। সাবানের ক্ষতিকর রাসায়নিক থাকলে তা শরীরের ভিতরে প্রবেশ করে শরীরের ক্ষতি হতে পারে।
advertisement
6/6
উন্মুক্ত জায়গায় স্নান করলে পোশাক পরে অবশ্যই স্নান করা উচিত যাতে কোনও ধুলোবালি শরীরে না প্রবেশ করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bath: রোজ কিছু না পরে খোলা শরীরে স্নান করেন? এতে আপনার কী ক্ষতি হতে পারে জানলে আর কখনও করবে না