Health Tips: ইদানিং সবকিছু ভুলে যাচ্ছেন? ডাক্তার বলছেন এই নাড়ুটি খেতে, ভুল করেও কিছু ভুলবেন না!
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Health Tips: শরীরের হাড় শক্ত করতে খাবার তালিকায় রাখুন এটি। ব্লাড সুগারের রোগীরাও খেতে পারেন এই নাড়ু। জানুন
advertisement
1/5

নাড়ু খেতে ভাল লাগে! তবে সেটা যদি হয় তিলের তাহলে আর কোনও কথাই নেই। তবে এই নাড়ুর মধ্যে রয়েছে হাজার সমস্যার সমাধান অন্তত এমনটাই জানাচ্ছেন বিশিষ্ট ডাক্তার সুশান্ত বর্মন।
advertisement
2/5
সাদা তিলে থাকা ক্যালসিয়াম রক্তাল্পতা কমাতে সাহায্য করে। ক্যালসিয়াম ছাড়াও তিলের নাড়ু ম্যাগনেসিয়াম এবং জিঙ্কে ভরপুর, যা হাড় মজবুত করে।
advertisement
3/5
স্মৃতিশক্তি বাড়াতেও তিলের জুড়ি মেলা ভার। এর মধ্যে থাকে লেসাইথিন, যা মনে রাখার ক্ষমতা বাড়ায়।
advertisement
4/5
আপনি যদি চুল পড়ার সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে তাহলে এই তিলের নাড়ু অথবা তিল বেঁটে খেতে পারেন। তাহলে আপনার হাজার সমস্যার সমাধান মিলবে ।
advertisement
5/5
আপনার যদি ব্লাড সুগার অথবা ব্লাড প্রেশার থাকে তাহলে এই তিল আপনি নিজের খাদ্য তালিকায় রাখতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: ইদানিং সবকিছু ভুলে যাচ্ছেন? ডাক্তার বলছেন এই নাড়ুটি খেতে, ভুল করেও কিছু ভুলবেন না!