TRENDING:

Health Tips|| ইচ্ছে হলেই 'এ ভাবে' কান খোঁচান? সাবধান...! কালা হয়ে যেতে পারেন যে কোনও দিন

Last Updated:
Health Tips: কান খোঁচানোর বদ অভ্যাস অনেক মানুষেরই থাকে। যে কোনও জিনিস কানে ঢুকিয়ে খোঁচানো আসলে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।
advertisement
1/14
ইচ্ছে হলেই 'এ ভাবে' কান খোঁচান? সাবধান...! কালা হয়ে যেতে পারেন যে কোনও দিন
*কান খোঁচানোর বদ অভ্যাস অনেক মানুষেরই থাকে। তাঁরা অনেকেই এই বদ অভ্যাসকে আড়াল করার জন্য বলে থাকেন ‘আমরা পরিষ্কার, পরিচ্ছন্ন থাকি’। কিন্তু এটা একটা অজুহাত মাত্র। যে কোনও জিনিস কানে ঢুকিয়ে খোঁচানো আসলে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
2/14
*অনেকেই কাঠি, সেফটিপিন, চুলের ক্লিপ ব্যবহার করেন। আবার নানা রকম ব্যাটারি চালিত আলোযুক্ত যন্ত্রও পাওয়া যায় কান খোঁচানোর। ছোটদের কানে ব্যথা হলে, ভিতরে পিঁপড়ে বা পোকা ঢুকেছে মনে করেও অনেকে এসব ব্যবহার করেন। কিন্তু এগুলি একেবারে নিরাপদ নয়। বরং মারাত্মক ক্ষতি করতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
3/14
*চিকিৎসকরা মনে করেন কানের ভিতর কোনও কিছু ঢুকিয়ে পরিষ্কার করার কোনও প্রয়োজন নেই। ছোটদের ক্ষেত্রে কানের সমস্যা দেখা দিতে পারে। অনেক সময়ই তাঁদের কান পাকার সমস্যা দেখা যায়। কানের ভিতর পুঁজ হওয়া খুব সাধারণ লক্ষণ। বিশেষজ্ঞরা এই সময় একটু বেশি সতর্ক থাকার পরামর্শ দেন। সংগৃহীত ছবি।
advertisement
4/14
*অনেক সময় কানের পর্দা ফেটে জীবাণু সংক্রমণ হতে পারে। সঠিক ভাবে চিকিৎসা না করা হলে সমস্যা গুরুতর হয়ে পড়তে পারে। চিকিৎসকরা বলছেন, কিছু কিছু ক্ষেত্রে এই সংক্রমণ মস্তিষ্কে ছড়িয়ে এনসেফালাইটিস হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
5/14
*অনেক সময় দেখা যায় কোনও শিশুর এক কানে বা উভয় কানেই পুঁজ হয়েছে। অনেক সময় জলও বেরোয়। দুর্গন্ধযুক্ত পুঁজও হতে পারে। এই লক্ষণ উপেক্ষা করা যাবে না। শীতকালে বা কোনও কারণে সর্দি হলে এই সমস্যা আরও বাড়তে পারে। কোনও কোনও ক্ষেত্রে জ্বরও আসতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
6/14
*তিন বছরের নিচে কোনও শিশুর এমন সমস্যা হলে তা থেকে সম্পূর্ণ বধির হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। সংগৃহীত ছবি।
advertisement
7/14
*প্রতিরোধের উপায় হিসেবে চিকিৎসকরা বলছে, সাবধান... কানে যেন জল না ঢোকে। সংগৃহীত ছবি।
advertisement
8/14
*শিশুদের স্নানের সময় প্রয়োজনে কানে তুলো লাগিয়ে দিতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
9/14
*সাঁতার কাটতে যাওয়ার সময়ও যাতে কানে জল না ঢোকে সেদিকে খেয়াল রাখতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
10/14
*কান পরিষ্কার করতে চাইলে তুলো ব্যবহার করাই ভাল। সংগৃহীত ছবি।
advertisement
11/14
*কানে তেল ঢালা একেবারেই উচিত নয়। সংগৃহীত ছবি।
advertisement
12/14
*চিকিৎসকের পরামর্শ ছাড়া কানে কোনও ওষুধ ব্যবহার করাও যাবে না। সংগৃহীত ছবি।
advertisement
13/14
*টনসিলের সমস্যার সঠিক চিকিৎসা নাহলে, কানে গলায় সংক্রমণ হতে পারে। এথেকে কানে ব্যথা এমনকী শ্রবণশক্তি হ্রাস পেতেও পারে। সংগৃহীত ছবি।
advertisement
14/14
*বিশেষজ্ঞদের দাবি, ফাটা ঠোঁট থেকেও কানের স্রাব বা সংক্রমণের সমস্যা হতে পারে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips|| ইচ্ছে হলেই 'এ ভাবে' কান খোঁচান? সাবধান...! কালা হয়ে যেতে পারেন যে কোনও দিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল