Health Tips: দুবেলা ব্রাশ করলেও মুখের গন্ধে টেকা যাচ্ছে না, শরীরের ভিতর কোনও কঠিন রোগ বাসা বাঁধল না তো! দেখে নিন, সচেতন হোন
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
দু’বেলা ব্রাশ করলেও, মুখের গন্ধে টেকা দায়৷ জানুন কোনও কঠিন রোগের কারণে দুর্গন্ধ শরীরের বাসা বাঁধছে না তো!
advertisement
1/6

দুবেলা সময় ধরে ব্রাশ করছেন, অথচ মুখের গন্ধে টেকা দায়৷ সাধারণত দাঁতের গোড়া ও মাড়ির থেকে রক্তপাত হলে, তা থেকে এক ধরনের দুর্গন্ধের সৃষ্টি হয়৷ এছাড়া শরীরে জলের ঘাটতি হলেও দুর্গন্ধ হতে পারে৷ তবে মুখ ছাড়াও শরীরের নান সমস্যাও এই দুর্গন্ধের কারণ হতে পারে৷ কী সেই গুলো? আসুন দেখে নিই
advertisement
2/6
সাইনাসের সংক্রমণের কারণেও মুখে দুর্গন্ধের জন্ম হতে পারে। সাইনাসে সংক্রমণের পর গাঢ় হলুদ বা সবুজ রঙের মিউকাস নাক কিংবা মুখ দিয়ে বেরিয়ে আসে। এই কারণেও কিন্তু মুখে দুর্গন্ধ হয়।
advertisement
3/6
২) আপনার কি বদহজমের সমস্যা লেগেই থাকে? যাঁরা ঘন ঘন গ্যাস, অ্যাসিডিটির সমস্যায় ভোগেন, তাঁদের মুখেও দুর্গন্ধ হতে পারে।
advertisement
4/6
৩) দীর্ঘ দিন ধরে ডায়াবিটিসে ভুগছেন? ডায়াবিটিস বেশি থাকলে রক্তনালিগুলি ক্ষতিগ্রস্ত হয়৷ ফলে দাঁতের মাড়ি আলগা হয়ে যায়। যার ফলে মুখে দুর্গন্ধের সমস্যা শুরু হতে পারে।
advertisement
5/6
৪) ভিটামিন ডি-র ঘাটতির কারণেও এমন বিড়ম্বনায় পড়তে পারেন। এই ভিটামিনের কাজ সাধারণত ক্যালশিয়াম শোষণে সাহায্য করা। দাঁত ভাল রাখতেও ভূমিকা রয়েছে এই ভিটামিনের। দেহে পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে দাঁতের সমস্যা দেখা দিতে পারে। ক্ষয়ে যেতে পারে এনামেল। ফলে দাঁতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যা মুখের দুর্গন্ধের কারণ।
advertisement
6/6
তা হলে, মুখের দুর্গন্ধ হলে তা অবহেলা করবে না, তা যেন অন্যের বিড়ম্বনার কারণ, আপনার স্বাস্থের পক্ষেও কিন্তু এটি একেবারেই ভাল লক্ষণ নয়৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: দুবেলা ব্রাশ করলেও মুখের গন্ধে টেকা যাচ্ছে না, শরীরের ভিতর কোনও কঠিন রোগ বাসা বাঁধল না তো! দেখে নিন, সচেতন হোন