ছুঁড়ে ফেলবেন মোটা চশমা...! নাভিতে রোজ লাগান 'এই' দুই জিনিস, 'চোখে' দেখুন ম্যাজিক
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
advertisement
1/7

বর্তমান যুগে খারাপ খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার বেনিয়মের কারণে শুধু বয়স্করাই নয়, শিশুরাও চোখের সমস্যায় ভুগছে। মোটা চশমা নিতে হচ্ছে অল্প বয়সেই। কমছে চোখের জ্যোতি বাড়ছে চোখের সমস্যা।
advertisement
2/7
আজ আমরা এই প্রতিবেদনে দৃষ্টিশক্তি বৃদ্ধির একটি ঘরোয়া প্রতিকারের কথা বলতে চলেছি যা চোখের জ্যোতি বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে। আর সেইসঙ্গে সহজেই আপনার চশমার হাত থেকে মিলবে মুক্তি।
advertisement
3/7
নাভি আমাদের শরীরের কেন্দ্রবিন্দু। চোখের দিকে যাওয়া অপটিক নার্ভ-সহ শরীরের বিভিন্ন অংশে যাওয়া ৭২ হাজার স্নায়ু এর সঙ্গে যুক্ত। এছাড়াও, গর্ভে থাকা শিশু নাভির সঙ্গেই থাকে সংযুক্ত। গর্ভাবস্থায় এই নাভি থেকেই পুষ্টি এবং খাদ্য উভয়ই গ্রহণ করে একটি শিশু। তাই মানব শরীরে নাভির ভূমিকা অনস্বীকার্য।
advertisement
4/7
দেশি ঘি:চোখের প্রাকৃতিক চিকিৎসায় প্রায়ই দেশি গরুর ঘি বা বাদাম তেল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। বস্তুত দেশি ঘি যে কোনও ঋতুতেই ব্যবহার করা যেতে পারে, এটি চোখের জন্য খুবই উপকারী।
advertisement
5/7
বাদাম তেলবাদাম তেল অ্যাসিডিক। বাদাম তেল গরম, তাই গরমে নাভিতে বাদাম তেল দেওয়া উচিত নয়। তবে শীত মরশুমে নাভিতে বাদাম তেল ব্যবহার করা অত্যন্ত উপকারী। বিশেষজ্ঞদের মতে সার্বিক স্বাস্থ্যের জন্য দারুণভাবে কাজ করে এই তেল।
advertisement
6/7
চোখের দুর্বলতা দূর করেদৃষ্টিশক্তি বাড়াতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে নাভিতে দুই থেকে তিন ফোঁটা দেশি গরুর ঘি দিন। এর মধ্যে চোখের স্নায়ু যুক্ত। এই ভাবে নাভিতে এই দুই উপাদান দিলে চোখের দুর্বলতা দূর হবে। প্রতিদিন নাভিতে ঘি লাগালে চশমার হাত থেকেও মুক্তি পেতে পারেন অচিরেই।
advertisement
7/7
অস্বীকৃতি: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ছুঁড়ে ফেলবেন মোটা চশমা...! নাভিতে রোজ লাগান 'এই' দুই জিনিস, 'চোখে' দেখুন ম্যাজিক