TRENDING:

International Kissing Day 2023: বাচ্চাকে ঘন ঘন চুমু খান! আপনার আদর অজান্তেই ওর বিশাল ক্ষতি করে ফেলছে না তো?

Last Updated:
চুম্বন শিশুর মধ্যে জীবাণু প্রেরণ করতে পারে, যা তার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়৷
advertisement
1/10
বাচ্চাকে ঘন ঘন চুমু খান! আপনার আদর অজান্তেই ওর বিশাল ক্ষতি করে ফেলছে না তো?
ছোট্ট বাচ্চা দেখলে আমাদের সকলেরই তাদের আদর করতে ইচ্ছে করে৷ অনেকেই রয়েছেন, যাঁরা বাচ্চা দেখলেই তাদের চেপে জড়িয়ে ধরে, গালে, মুখে চুমু খায়৷ আদর তো ঠিক আছে, কিন্তু, বাচ্চাদের এভাবে জড়িয়ে ধরা, কিংবা চুমু খাওয়া কি ভাল? কী বলছেন বিশেষজ্ঞেরা?
advertisement
2/10
চিকিৎসকেরা জানাচ্ছেন, শিশুদের আলগা জড়িয়ে ধরে আদর করার মধ্যে তেমন কোনও ক্ষতি নেই৷ কারণ, আলিঙ্গনে সম্পর্ক মজবুত হয়৷ কিন্তু, চুম্বন?
advertisement
3/10
বাচ্চাকে চুমু খাওয়া কিন্তু শিশুর জন্য ভীষণই ক্ষতির হতে পারে৷ আমাদের পরিবারে, বা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের মধ্যে অনেকেরই বাচ্চা দেখলেই তাদের চুমু খাওয়ার প্রবণতা থাকে৷ এমন অবস্থায়, তাদের বারণ করাটাও কঠিন হয়ে যায়৷ কিন্তু, চুমু খেলে বাচ্চাদের কী কী ক্ষতি হতে পারে, জানলে সেই বারণ করতে না পারার দ্বন্দ্বটা অনায়াসেই কাটিয়ে উঠবেন৷
advertisement
4/10
কোল্ড সোর: সাধারণত, ওরাল হার্পিস অথবা ফিভার ব্লিস্টার নামে পরিচিত এই রোগ৷ কোনও ব্যক্তি, যাঁর হাল্কা ঠান্ডা লেগেছে হয়ত, তেমন কেউ আপনার বাচ্চাকে চুমু খেলে আপনার বাচ্চারও এই রোগ হতে পারে৷
advertisement
5/10
এই রোগে ঠোঁটে বা মুখের চারপাশে ছোট ছোট ফোস্কা হতে পারে৷ মুখের অন্যান্য অংশ, যেমন নাক, কান গলা এবং চিবুকেও তা ছড়িয়ে পড়তে পারে৷ রিপোর্ট বলছে, এই ভাইরাসে শিশু একবার আক্রান্ত হলে সারা জীবন তা ফিরে ফিরে আসতে পারে৷
advertisement
6/10
ক্যাভিটি: মুখ পরিষ্কার না রাখার কারণে দাঁতে ক্যাভিটি হয়৷ কিন্তু, এটা কি জানেন, শিশুকে চুমু খেলে তাঁর ক্যাভিটিও হতে পারে? বড় কেউ শিশুর মুখে চুমু খেলে, তার লালায় থাকা স্ট্রেপ্টোকক্কাস মিউটানস ব্যাকটেরিয়া শিশুর মুখে চলে যায়৷ সেখান থেকেই তার দাঁত ক্ষতিগ্রস্ত হতে শুরু করে৷
advertisement
7/10
অ্যালার্জি: লিপস্টিকে গ্লুটেন থাকে, যা সিলিয়াক রোগে আক্রান্ত শিশুর জন্য ক্ষতিকারক হতে পারে৷
advertisement
8/10
শিশুর ঠোঁটে বা কাছাকাছি অংশে লোকেদের চুম্বন এড়িয়ে চলাই ভাল৷ কারণ এতে অ্যালার্জির ঝুঁকিও থাকে৷
advertisement
9/10
রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়: নবজাতক শিশুর প্রথম দিকের মাসগুলিতে তাদের অসুস্থ হওয়ার প্রবণতা বেশি থাকে, এমন সময় হাত-পা ভাল করে ধুয়েই তার কাছে যাওয়া উচিত৷
advertisement
10/10
চুম্বন শিশুর মধ্যে জীবাণু প্রেরণ করতে পারে, যা তার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
International Kissing Day 2023: বাচ্চাকে ঘন ঘন চুমু খান! আপনার আদর অজান্তেই ওর বিশাল ক্ষতি করে ফেলছে না তো?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল