TRENDING:

Blood Sugar Control: ২ চামচ না ১০ চামচ? দিনে কতটার বেশি চিনি খেলে তা বিষ? অকালেই শরীরে বাসা বাঁধবে মারণ সব রোগ

Last Updated:
সাধারণ প্রাকৃতিক খাবার দাবার থেকে পাওয়া সুগার এবং অতিরিক্ত চিনি যুক্ত খাবার এই দু’টির মধ্যে পার্থক্য করতে হবে প্রথমেই৷ বহু ফলে ফ্রুক্টোজ থাকে৷ সেখান থেকেও প্রাথমিক ভাবে শরীরের প্রয়োজনীয় শর্করা আহরণ করা যায়৷
advertisement
1/8
২ চামচ না ১০ চামচ? দিনে কতটার বেশি চিনি খেলে তা বিষ? অকালেই শরীরে বাসা বাঁধে রোগ
অতিরিক্ত চিনি আমাদের শরীরের কোনও কাজে লাগে না৷ বরং ক্ষতি করে৷ চিকিৎসকেরা জানাচ্ছেন, চা-কফি থেকে শুরু করে রান্নায়-বান্নায় আলাদা করে চিনি যোগ করার অভ্যাস আমাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে৷ চিনি খেলে হার্ট, কিডনি, ফুসফুস ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকবে৷
advertisement
2/8
অতিরিক্ত চিনি আমাদের শরীরের কোনও কাজে লাগে না৷ বরং ক্ষতি করে৷ চিকিৎসকেরা জানাচ্ছেন, চা-কফি থেকে শুরু করে রান্নায়-বান্নায় আলাদা করে চিনি যোগ করার অভ্যাস আমাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে৷ চিনি খেলে হার্ট, কিডনি, ফুসফুস ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকবে৷
advertisement
3/8
সাধারণ প্রাকৃতিক খাবার দাবার থেকে পাওয়া সুগার এবং অতিরিক্ত চিনি যুক্ত খাবার এই দু’টির মধ্যে পার্থক্য করতে হবে প্রথমেই৷ বহু ফলে ফ্রুক্টোজ থাকে৷ সেখান থেকেও প্রাথমিক ভাবে শরীরের প্রয়োজনীয় শর্করা আহরণ করা যায়৷
advertisement
4/8
কিন্তু, চিনি খেলেও সারাদিনে ঠিক কতটা চিনি খাওয়া উচিত? সেটা জানেন? এর উত্তর পাওয়া গিয়েছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটি গবেষণায়৷ তবে গবেষণায় দেখা গিয়েছে, নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু সেই মাত্রাটা ভিন্ন!
advertisement
5/8
গড় দেখতে গেলে, নারী-পুরুষ নির্বিশেষে একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে প্রায় ৫০ গ্রাম চিনি খায়৷ যা প্রায় ১২.৫ চা চামচের সমান৷ কিন্তু, এই পরিমাণ নির্দিষ্ট মাত্রার তুলনায় অনেকটাই বেশি৷ ৪ গ্রাম চিনি = ১ চা চামচ চিনি৷
advertisement
6/8
হেলথলাইন ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে দিনে সর্বাধিক ৯ চা চামচ চিনি খেতে পারেন কোনও পূর্ণবয়স্ক পুরুষ৷ ক্যালোরি অনুযায়ী বলতে গেলে ১৫০ ক্যালোরি৷ গ্রাম হিসাবে ৩৭.৫ গ্রাম৷
advertisement
7/8
মহিলাদের ক্ষেত্রে কিন্তু, এই মাত্রাটা কম৷ সারাদিনে সর্বাধিক ৬ চা চামচ চিনি খেতে পারেন একজন পূর্ণবয়স্ক মহিলা৷ ক্যালোরি অনুযায়ী, ১০০ ক্যালোরি৷ গ্রাম হিসাবে ২৫ গ্রাম৷
advertisement
8/8
অতিরিক্ত চিনি খেলে ওবেসিটি বা স্থূলত্ব, টাইপ টু ডায়াবেটিস, হৃদরোগ, কিছু ধরনের ক্যানসার, দাঁত ক্ষয়ে যাওয়া, নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের মতো অসুখ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Blood Sugar Control: ২ চামচ না ১০ চামচ? দিনে কতটার বেশি চিনি খেলে তা বিষ? অকালেই শরীরে বাসা বাঁধবে মারণ সব রোগ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল