পিরিয়ডসের ব্যথা থেকে ওজন কমানোর ঘরোয়া টোটকায় !
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
দারচিনি টাইপ ২ ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে।
advertisement
1/5

মেথিবীজ: যে সব মেয়েদের PCOS থাকে তাদের অগ্ন্যাশয় থেকে বের হওয়া ইনসুলিন দেহের কোষে ব্যবহৃত হতে পারে না! ফলে ওজন বাড়তে থাকে। মেথি ইনসুলিনের মাত্রা স্বাভাবিক করতে সাহায্য করে! তিন কাপ মেথি বীজ রাতে দেড় কাপ জলে ভিজিয়ে রাখুন। তারপর সকালে খালি পেটে খান। এতে আপনার শরীরে মেদ জমবে না। স্বতেজ থাকবে শরীর। photo source collected
advertisement
2/5
দারচিনি: বিশেষজ্ঞদের মতে, এটি টাইপ ২ ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে। টক দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। অথবা চায়ের সঙ্গে মিশিয়ে সকালে খান। এতেও ডায়াবেটিস ঠিক থাকবে। ওজনও কমবে। photo source collected
advertisement
3/5
তুলসীপাতা: স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মতে PCOS থাকা মহিলাদের মুখে চুল গজাতে পারে। ব্রণ হয়। এই সময় খালি পেটে সকালে তুলসীপাতা চিবিয়ে খেলে উপকার পাবেন। photo source collected
advertisement
4/5
মধু: সকালে খালি পেটে এক চামচ মধুর সঙ্গে লেবু মিশিয়ে খান। এতে ওজন কমবে। এবং পিরিয়ডসের যন্ত্রণা থেকেও আরাম পাবেন। photo source collected
advertisement
5/5
আমলকি: সকালে খালি পেটে গরম জলের সঙ্গে আমলকির রস মিশিয়ে খেলে ওজন কমে। এবং দেহের দূষণ কমায়। photo source cellected