TRENDING:

জ্বর মানেই ডেঙ্গি নয় ! জেনে নিন ডেঙ্গির 'এ টু জেড'

Last Updated:
advertisement
1/5
জ্বর মানেই ডেঙ্গি নয় ! জেনে নিন ডেঙ্গির 'এ টু জেড'
ডেঙ্গি এক ধরনের ভাইরাল ফিভার। প্রথমেই বুঝতে হবে, জ্বর হলেই সেটা ডেঙ্গি নয়! এর জন্য প্রয়োজন সচেতনতা। চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক ওষুধ খান। অসুখ জটিল (হেমারেজিক, শক সিনড্রম) না হলে সাধারণ চিকিৎসাতেই রোগ সেরে যায়। Photo Source: Collected
advertisement
2/5
ডেঙ্গি সাধারণত শহর এলাকার রোগ। এই রোগের বাহক মশা এডিশ ইজিপ্টাই সাধারণত পরিষ্কার জলে ডিম পাড়ে। তিন চার দিন ধরে জমিয়ে রাখা জল, বাতানুকূল যন্ত্রের কোনও অংশে জমে থাকা জল, সুইমিং পুলের জলে ডেঙ্গির মশা জন্মায়। তা ছাড়া ফেলে রাখা টায়ার, ডাবের খোলাতে বৃষ্টির জল জমে থাকলে সেখানেও জন্ম হয় ডেঙ্গির বাহক মশার। Photo Source: Collected
advertisement
3/5
ডেঙ্গি জ্বরে গা ব্যাথা, অস্থি সন্ধিত ও চোখের পিছনে ব্যাথা হয়, বমি পায়। কিছু ক্ষেত্রে পেটের অসুখও হয়। Photo Source: Collected
advertisement
4/5
অন্য কোনও জ্বরের ওষুধ নয়, ডেঙ্গি হলে প্যারাসিটামল খান। বিশেষ করে আই প্রফেন, আইবিইউ প্রফেন জাতীয় জ্বরের ওষুধ খাবেন না। জ্বর না কমলে চিকিৎসককে দেখিয়ে ডেঙ্গি নির্ণয়ের পরীক্ষা করান। সমস্ত জেলা হাসপাতালেই এখন ম্যাক এলাইজা, এনএসওয়ান (এলাইজা পদ্ধতিতে) পরীক্ষা হয়। জ্বরের দুই তিন দিনের মাথায় এনএসওয়ান পরীক্ষা হয়। চার পাঁচ দিনের মাথায় হয় ম্যাকএলাইজা পরীক্ষা। Photo Source: Collected
advertisement
5/5
ডেঙ্গির চিকিৎসা ভাইরাল জ্বরের মতই। ঠিক মতো খাবার, জল খেতে হবে। জটিলতা হলে চিকিৎসকের অধীনে থাকাই ভাল। প্লেটলেট খুব নেমে ৩০ বা ২০ হাজারে চলে এলে বাইরে থেকে শরীরে প্লেটলেট দিতে হয়। Photo Source: Collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
জ্বর মানেই ডেঙ্গি নয় ! জেনে নিন ডেঙ্গির 'এ টু জেড'
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল