সকাল সকাল বিশাল ম্যাজিক! ৭ দিনেই ৫কেজি মেদ ঝরবে! রাতারাতি কমবে ওজন, পেটে গেলেই কাজ শুরু!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Weight Loss Tips: রোজের খাদ্যতালিকার সঙ্গে জড়িয়ে আছে চিঁড়ে। চিঁড়ের বিভিন্ন পদ যেমন উপকারী তেমনই লোভনীয়ও বটে। চিঁড়েতে বহু উপকারিতা আছে।
advertisement
1/6

রোজের খাদ্যতালিকার সঙ্গে জড়িয়ে আছে চিঁড়ে। চিঁড়ের বিভিন্ন পদ যেমন উপকারী তেমনই লোভনীয়ও বটে।
advertisement
2/6
চিঁড়েতে বহু উপকারিতা আছে। বেশিক্ষণ ধরে পেটভরা রাখতে বা খিদে মেটাতে চিঁড়ের অপার গুণ রয়েছে।
advertisement
3/6
চিঁড়ে ডায়রিয়া, আলসারেটিভ কোলাইটিস, ডাইভারটিকুলাইসিস-সহ বহু রোগ প্রতিরোধের জন্য এক অবর্থ্য ওষুধ।
advertisement
4/6
যাঁদের কিডনির সমস্যা আছে তাঁরা চিঁড়ে খেতে পারেন কেননা চিঁড়েতে সোডিয়াম ও পটাশিয়ামের পরিমাণ কম আছে।
advertisement
5/6
চিঁড়ে স্বাস্থ্যকর কার্বোহাইড্রেটের সমৃদ্ধ খাবার। এতে ৭০% কার্বোহাইড্রেট থাকে। চিঁড়েতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্তাল্পতা যাঁরা ভুগছেন তাঁদের জন্য উপকারী।
advertisement
6/6
নিয়মিত চালের তুলনায়, চিঁড়েতে প্রায় ৩০% কম ফ্যাটযুক্ত উপাদান থাকে, যারা তাঁদের ফ্যাট জাতীয় খাবার নিয়ে সচেতন তাঁদের জন্য এটি একটি বিকল্প। রোগা হতে সাহায্য করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
সকাল সকাল বিশাল ম্যাজিক! ৭ দিনেই ৫কেজি মেদ ঝরবে! রাতারাতি কমবে ওজন, পেটে গেলেই কাজ শুরু!