Health Care-Hemoglobin: রক্তে হিমোগ্লোবিন কম? চিন্তার কিছু নেই! এই পাতার রস খান! কয়েক দিনেই কামাল!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Health Care-Hemoglobin: রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে রক্ত অল্পতা দূর করতে এবং ঘুমের সমস্যা মেটাতে দারুণ কাজের এই পাতা!
advertisement
1/7

হিমোগ্লোবিন বাড়াতে ও রক্তের পক্ষে দারুণ উপকারী কুলেখাড়া। রক্তে হিমোগ্লোবিন বাড়াতে অন্য কোন জুড়ি নেই কুলেখাড়ার।
advertisement
2/7
কুলেখাড়া মানুষের কাছে অতি পরিচিত এবং সহজলভ্য। তবে সহজলভ্য হলেও গুনে অতুলনীয়।
advertisement
3/7
এই শাক কম বেশি সারা বছর পাওয়া যায়। এই শাকের পাতা ও কান্ড সিদ্ধ বা কাঁচা রস করে খাওয়া যায়। শরীরে রক্ত অল্পতার মত সমস্যা দূর করতে দারুন কার্যকরী।
advertisement
4/7
সহজলভ্য হলেও নানা গুণে ভরপুর কুলেখাড়া। সারা বছর কুলেখাড়া শাক খেয়ে বিভিন্ন কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
5/7
রক্তে হিমোগ্লোবিন বাড়াতে একেবারে ধন্বন্তরি এই কুলেখাড়া। কুলেখাড়া শাক সিদ্ধ করে অথবা ২-৪ চামচ কুলেখাড়ার রস গরম জলে মিশিয়ে খেলে দারুন উপকার পাওয়া যায়।
advertisement
6/7
প্রতিদিন ১০-১৫ এম এল রস অথবা ভাতের সঙ্গে সিদ্ধ করে খাওয়া যেতে পারে কুলেখাড়া। রক্ত বৃদ্ধিতেও দারুন কার্যকর কুলেখাড়া।
advertisement
7/7
ঘুমের সমস্যা দূর করতে দারুন কার্যকরী কুলেখাড়া গাছের শিকড় বা মূল। এছাড়াও নানা উপকারী গুণে ভরপুর কুলেখাড়া। বিস্তারিত জানান, ডা: শক্তিপদ ঘোষ (সঠিক উপকারী গুণ পেতে বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ নিন)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Care-Hemoglobin: রক্তে হিমোগ্লোবিন কম? চিন্তার কিছু নেই! এই পাতার রস খান! কয়েক দিনেই কামাল!