Health Care: ইচ্ছে হলেই পপকর্ন? একশবার ভাবুন...! বিরল 'এই' রোগ শরীরে বাসা বাঁধেনি তো! কীভাবে বুঝবেন?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Health Care Tips: পপকর্ন বেশি খেলে 'পপকর্ন ফুসফুস' নামে খুব বিরল এবং গুরুতর ফুসফুসের রোগ হতে পারে।
advertisement
1/11

*প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে দেখতে পপকর্ন খাওয়ার মজাই আলাদা। গবেষণায় দেখা গিয়েছে, যারা প্রচুর পপকর্ন খান, তাদের শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। পপকর্ন বেশি খেলে 'পপকর্ন ফুসফুস' নামে খুব বিরল এবং গুরুতর ফুসফুসের রোগ হতে পারে। এটি ব্রঙ্কিওলাইটিস অবলিটারনস নামেও পরিচিত। প্রতীকী ছবি। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
2/11
*ভুট্টা থেকে তৈরি ভুট্টার খই বা পপকর্ন খেতে খুবই সুস্বাদু। পপকর্নের অনন্য সুগন্ধ এবং দুর্দান্ত স্বাদ, এই দুইয়ের জন্য বেশিরভাগ লোকের প্রিয় খাবার। বিশেষ করে প্রেক্ষাগৃহে সিনেমা দেখার সময় পপকর্ন খাওয়ার আনন্দই আলাদা। প্রতীকী ছবি।
advertisement
3/11
*একটি গবেষণায় দেখা গিয়েছে, যারা প্রচুর পপকর্ন খান তাদের শ্বাসকষ্টের সমস্যা হয়। পপকর্ন খেলে 'পপকর্ন ফুসফুস' নামক একটি খুব বিরল, গুরুতর ফুসফুসের রোগ হতে পারে। প্রতীকী ছবি।
advertisement
4/11
*এই রোগটি ফুসফুসের ছোট শ্বাসনালীতে ফোলাভাব তৈরি করে অর্থাৎ শ্বাসনালী ফুলে যায়। যার ফলে শ্বাসযন্ত্রের কার্যকারিতাকে মারাত্মকভাবে ব্যাহত করে। এতে শ্বাসকষ্ট হয়। প্রতীকী ছবি।
advertisement
5/11
*যদিও বিরল, তাও পপকর্ন ফুসফুস সব বয়সের মানুষকে প্রভাবিত করতে পারে। যাদের ফুসফুস বা অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়েছে তাদের এই সমস্যা বেশি হয়। প্রতীকী ছবি।
advertisement
6/11
*পপকর্ন ফুসফুস শব্দটি এসেছে ডায়াসিটাইল থেকে। এটি একটি কৃত্রিম মাখনের স্বাদ, যা সাধারণত মাইক্রোওয়েভ পপকর্নে ব্যবহৃত হয়। এগুলো মাখন বা তেল দিয়ে রান্না করা হয়। রান্নার সময় বিভিন্ন ক্ষতিকারক পদার্থ এবং রাসায়নিকের এক্সপোজার পপকর্ন ফুসফুসের রোগের কারণ হতে পারে। প্রতীকী ছবি।
advertisement
7/11
*পপকর্ন ফুসফুসের রোগের লক্ষণ: পপকর্ন ফুসফুসের লক্ষণগুলি প্রাথমিকভাবে শনাক্ত করা এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু হওয়া গুরুত্বপূর্ণ। লক্ষণগুলি সাধারণত ক্ষতিকারক পদার্থ বা ধোঁয়ার সংস্পর্শে আসার ২-৪ সপ্তাহের মধ্যেই দেখা যায়। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রতীকী ছবি।
advertisement
8/11
*এই পপকর্ন ফুসফুসের লক্ষণগুলি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) মতো। শ্বাসকষ্ট, শুকনো কাশি, ফ্লু-এর মতো অসুস্থতা, উচ্চ জ্বর, অব্যক্ত ক্লান্তি, ওজন হ্রাস, নাক ডাকা, চোখ, নাক, ত্বক ও মুখে জ্বালা, রাতের ঘাম এবং ত্বকে ফুসকুড়ির মতো সমস্যা দেখা দিতে পারে। প্রতীকী ছবি।
advertisement
9/11
*পপকর্ন ফুসফুসে বিভিন্ন রাসায়নিকের কারণে হতে পারে। ডায়াসিটাইল ছাড়াও ক্লোরিন, অ্যামোনিয়া, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, ফর্মালডিহাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো রাসায়নিক পদার্থ এই রোগের জন্য দায়ী। এই পদার্থগুলি সাধারণত মাইক্রোওয়েভ পপকর্ন কারখানা, ই-সিগারেট এবং ফ্লেভর কফির মতো খাবারে থাকে। ই-সিগারেট এবং তাদের রিফিলের তরলে ডায়াসিটাইল থাকতে পারে। প্রতীকী ছবি।
advertisement
10/11
*পপকর্ন পালমোনারি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ভাইরাল ইনফেকশন, কোলাজেন ভাস্কুলার ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ত্বকের তীব্র খোসা, স্টিভেনস-জনসন সিনড্রোমের মতো রোগের কারণ হতে পারে। প্রতীকী ছবি।
advertisement
11/11
*পপকর্ন ফুসফুসের ঝুঁকি কমাতে কিছু অভ্যাস এড়ানো উচিত। ই-সিগারেট ও তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধ করুন। ধোঁয়া এবং দূষিত পরিবেশের সংস্পর্শে এড়িয়ে চলুন। সংক্রমণের ঝুঁকি কমাতে স্বাস্থ্যবিধি অনুশীলন করা উচিত। প্রতীকী ছবি। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Care: ইচ্ছে হলেই পপকর্ন? একশবার ভাবুন...! বিরল 'এই' রোগ শরীরে বাসা বাঁধেনি তো! কীভাবে বুঝবেন?