TRENDING:

স্পার্ম কাউন্ট কমছে? কিংবা শরীরে প্রাণশক্তির অভাব? সমস্যা দূর করবে রাস্তার ধারে অনাদরে-অবহেলায় বেড়ে ওঠা সাধারণ এই গাছটি

Last Updated:
Satyanashi Plant Health Benefits: শুধু তা-ই নয়, এই গাছের পাতা আর শিকড়ের রস পান করা হলে ৬০ বছর বয়সী পুরুষও একেবারে তরতাজা এবং শক্তিশালী বোধ করতে পারবেন। আবার এই গাছের পাতা শুকিয়ে যদি গুঁড়ো করে সকাল এবং সন্ধ্যায় সেবন করা হয়, তাহলে মাত্র এক মাসের মধ্যে শারীরিক দুর্বলতা চিরতরে নির্মূল হয়ে যাবে।
advertisement
1/6
স্পার্ম কাউন্ট কমছে? কিংবা শরীরে প্রাণশক্তির অভাব? সমস্যা দূর করতে উপকারি এই গাছ
Report-Ashish Kumar: আমাদের বাড়ির আশপাশে পথঘাট, বন-বাদাড়ে অনাদরে অবহেলায় বেড়ে ওঠে এই গাছটি। অথচ আয়ুর্বেদশাস্ত্রে এই গাছটিকে পুরুষদের জন্য আশীর্বাদ হিসেবে গণ্য করা হয়। আসলে বিশেষজ্ঞদের মতে, এই গাছটির মূল এবং পাতা থেকে রস বার করে তা যদি পান করা হয়, তাহলে পুরুষদের অক্ষমতা বা পুরুষত্বহীনতা অচিরেই দূর হবে। শুধু তা-ই নয়, এই গাছের পাতা আর শিকড়ের রস পান করা হলে ৬০ বছর বয়সী পুরুষও একেবারে তরতাজা এবং শক্তিশালী বোধ করতে পারবেন। আবার এই গাছের পাতা শুকিয়ে যদি গুঁড়ো করে সকাল এবং সন্ধ্যায় সেবন করা হয়, তাহলে মাত্র এক মাসের মধ্যে শারীরিক দুর্বলতা চিরতরে নির্মূল হয়ে যাবে।
advertisement
2/6
পতঞ্জলির আয়ুর্বেদাচার্য ভুবনেশ পাণ্ডে বিগত ৪৫ বছর ধরে আয়ুর্বেদ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তিনি বলেন যে, এই গাছটির নাম সত্যানাশী। আর এটি পুরুষদের জন্য আশীর্বাদই বটে! সত্যানাশীর গাছের রসের প্রত্যেক ফোঁটায় রয়েছে অতুলনীয় শক্তি। যা মানবদেহকে প্রাণশক্তিতে ভরপুর করে তোলে।
advertisement
3/6
সত্যানাশী গাছ চেনার উপায়: সেই ১৯৮৪ সাল থেকে ভেষজ নিয়ে কাজ করছেন বৈদ্য বাসুদেব। তিনি Local 18-এর কাছে বলেন যে, সত্যানাশী সেবন করা হলে মানুষের মধ্যে প্রাণশক্তির সঞ্চার ঘটবে। তবে সত্যানাশী গাছ চেনার উপায় খুবই সহজ। সাধারণত বেলে মাটিতে অনায়াসে জন্মায় এই গাছ। আর এতে থাকে প্রচুর পরিমাণ কাঁটা। সত্যানাশী গাছে আবার হলুদ রঙের ফুলও ফোটে। আর সেই ফুলের মধ্যে থাকে গাঢ় রঙের বীজ। মাথায় রাখা আবশ্যক যে, এই গাছের পাতা ভাঙলে তা থেকে হলুদ রঙের দুধের মতো পদার্থ নির্গত হয়। সেই কারণে এই গাছগুলিকে স্বর্ণকশিরি নামেও ডাকা হয়।
advertisement
4/6
দুই ভাবে এই ভেষজ সেবন করা যেতে পারে: আয়ুর্বেদাচার্য ভুবনেশ পাণ্ডে বলেন যে, কারও যদি শারীরিক দুর্বলতা বোধ হয় কিংবা বয়স কালে যদি অক্ষমতা অথবা ক্লান্তি আসে, তাহলে তাঁদের এই ভেষজ সেবন করা উচিত। তবে এটি ২ ভাবে সেবন করা যেতে পারে। এর জন্য প্রথমে সত্যানাশী গাছের মূল এবং পাতা সংগ্রহ করে তা বেটে নিতে হবে। এরপর তা থেকে নির্গত রস সেবন করতে হবে। এছাড়া সত্যানাশী গাছের পাতা শুকিয়ে তা গুঁড়ো করে নিতে হবে। প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যায় জল অথবা দুধের সঙ্গে সত্যানাশী গাছের শুকনো পাতার গুঁড়ো সেবন করতে হবে। মাথায় রাখতে হবে যে, প্রতিদিন সর্বোচ্চ ২০ মিলিমিটার রস পান করা উচিত। আর যদি পাতার গুঁড়ো সেবন করতে হয়, তাহলে সকাল ও সন্ধ্যায় এক চামচ করে তা সেবন করতে হবে।
advertisement
5/6
মাত্র ২১ দিনে পুরুষত্বহীনতা গায়েব: বলে রাখা ভাল যে, একাধিক কারণে পুরুষত্বহীনতা বা শারীরিক অক্ষমতা ঘটতে পারে। শুক্রাণুর ঘাটতিই এর মূল কারণ। ভুবনেশের মতে, সত্যানাশী ভেষজে এমন গুণাগুণ রয়েছে, যা শুক্রাণুর সংখ্যা বা স্পার্ম কাউন্ট বাড়ায়। আর এই কারণে যাঁরা সন্তানহীন, তাঁদের জন্য এটি খুবই উপযোগী। এই ভেষজ সেবন করলে মাত্র ২১ দিনের মধ্যে পুরুষত্বহীনতার সমস্যা গায়েব হয়ে যাবে। আর যে কোনও উপায়ে ৩০ দিন পর্যন্ত তা সেবন করলে শরীরে প্রাণশক্তির সঞ্চার হবে। বিশেষজ্ঞদের মতে, সত্যানাশীর রস কিংবা গুঁড়ো সেবন করা হলে ৬০ বছর বয়সী বৃদ্ধের শরীরেও যৌবনোদ্গম ঘটবে।
advertisement
6/6
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
স্পার্ম কাউন্ট কমছে? কিংবা শরীরে প্রাণশক্তির অভাব? সমস্যা দূর করবে রাস্তার ধারে অনাদরে-অবহেলায় বেড়ে ওঠা সাধারণ এই গাছটি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল