TRENDING:

Health Tips: আয়রনের খনি...! পালং-বেতো-মেথিকে বলে বলে দশ গোল, ক্যালসিয়ামের ভাণ্ডার এই শাক! রোজ খেলে হাড় লোহার মতো মজবুত

Last Updated:
Health Tips: বিশেষ করে পালং শাক, মেথি শাক, ছোলা শাক কিংবা বেতো শাক - প্রতিটি শাকই পুষ্টিগুণে ভরপুর। তেমনই আয়রনের খনি, ক্যালসিয়ামের ভাণ্ডার হল নটে শাক৷ জেনে নেওয়া যাক এর গুণাগুণ৷
advertisement
1/5
আয়রনের খনি...! পালং-বেতো-মেথিকে বলে বলে দশ গোল, ক্যালসিয়ামের ভাণ্ডার এই শাক!
এখন বর্ষার মরশুম চলছে। বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে সবুজ শাক-সবজি। আর সবুজ শাকসবজি তো স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে পালং শাক, মেথি শাক, ছোলা শাক কিংবা বেতো শাক - প্রতিটি শাকই পুষ্টিগুণে ভরপুর। তেমনই আয়রনের খনি, ক্যালসিয়ামের ভাণ্ডার হল নটে শাক৷ জেনে নেওয়া যাক এর গুণাগুণ৷
advertisement
2/5
সবুজ শাকসবজি স্বাস্থ্যের জন্য উপকারী। এই সবজির মধ্যে একটি হল নটে শাক। এই সবজি খাওয়ার স্বাস্থ্য উপকারিতা অপরিসীম। আসলে নটে শাক অনেক ঔষধি গুণে ভরপুর। আবার এটি লাল এবং সবুজ উভয় রঙেরই হয়ে থাকে।
advertisement
3/5
আয়ুর্বেদিক চিকিৎসক চন্দ্রপ্রকাশ দীক্ষিত Local18-এর কাছে বলেন যে, নটে শাক শুধুমাত্র সুস্বাদুই নয়, তা স্বাস্থ্যের জন্যও উপকারী বটে! এটি একাধিক পুষ্টিগুণে ভরপুর। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, প্রোটিন, কার্বোহাইড্রেট, আয়রন এবং ক্যালসিয়ামের মতো উপকারী উপাদান পাওয়া যায়। আর এই প্রতিটি উপাদানই আমাদের স্বাস্থ্য সংক্রান্ত নানাবিধ সমস্যা দূর করতে সাহায্য করে থাকে।
advertisement
4/5
ডা. দীক্ষিত বলেন যে, নটে শাক খুবই সুস্বাদু। ফলে মানুষ এই শাক খেতে খুবই পছন্দ করেন। আর সবথেকে বড় কথা হল, ঔষধি গুণে ভরপুর এই শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। নটে শাক খেলে দেহের হাড় আরও মজবুত হয়।
advertisement
5/5
এখানেই শেষ নয়, নটে শাক নিয়মিত পাতে রাখলে চোখেরও অনেক উপকার পাওয়া যায়। কারণ এটি চোখের স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী। আর এই শাক প্রতিদিন খাওয়া হলে শরীরের হাড়ও মজবুত হবে। তাই শরীর ভাল রাখার জন্য নিয়মিত পাতে রাখতে হবে ঔষধি গুণে ভরপুর এই নটে শাক।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: আয়রনের খনি...! পালং-বেতো-মেথিকে বলে বলে দশ গোল, ক্যালসিয়ামের ভাণ্ডার এই শাক! রোজ খেলে হাড় লোহার মতো মজবুত
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল