One Drop Juice For Weight Loss: চর্বি গলে পালকের মতো হালকা শরীর, গ্যাস-বদহজম পালাবে নিমিষে, জলে এক ফোটা এই রসের কামাল দেখুন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
এক গ্লাস 'এই' জলের হাজার গুণ, নিমেষেই ছুটবে সব রোগ। জানুন বিশেষজ্ঞের পরামর্শ।
advertisement
1/7

জলে ফেলে দিন এক বিন্দু এই রস! ব্যাস দেখবেন কীভাবে শরীরের কামাল হবে৷ রোগা তো হবেন, সঙ্গে হজমের সব সমস্যা দূর হবে নিমেষে৷
advertisement
2/7
প্রতিদিনের সকালে আমরা এই জুস খেয়ে থাকি। কিন্তু জানেন কি এই জুসের উপকারিতা কী?
advertisement
3/7
স্যালাড হোক কিংবা শরবত লেবুর ব্যবহার আবশ্যক। তবে এই লেবুর মধ্যে রয়েছে হাজারও গুনাগুন। সকালে একগ্লাস লেবুর জুস খেলে মিলবে হাজার রোগের উপকার।
advertisement
4/7
বাড়তি মেদ কমানো থেকে, অ্যাসিডিটি রোধ করা যেকোনও রোগের কামাল এক গ্লাস লেবুর জল।
advertisement
5/7
বিশেষজ্ঞদের মতে, লেবুর রসে রয়েছে সাইট্রিক অ্যাসিড। যা হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে।
advertisement
6/7
পুষ্টিবিদ অভিজিৎ সেন মন্তব্য করেন, লেবুতে থাকা একাধিক উপাদান শরীরের মেদ কমাতে যেমন সাহায্য করে তেমনি ক্যান্সারের ঝুঁকি কমায়। জল শূন্যতা রোধ করে।
advertisement
7/7
তাই প্রতিদিন সকালে খালি পেটে অন্তত এক গ্লাস লেবুর জল খেলে মিলবে হাজার রোগ থেকে মুক্তি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
One Drop Juice For Weight Loss: চর্বি গলে পালকের মতো হালকা শরীর, গ্যাস-বদহজম পালাবে নিমিষে, জলে এক ফোটা এই রসের কামাল দেখুন