Happy Chocolate Day 2022|| চকোলেটের মতো মিষ্টি হোক প্রেম, কোন বিশেষ বার্তায় আজ সঙ্গীর মনে উঠতে পারে ঝড়!
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Happy Chocolate Day 2022: রোজ ডে, প্রোপোজ ডে বিদায় নিয়েছে। আজ চকোলেট ডে। বিগত দু'দিনে যদি তেমন কিছু স্পেশ্যাল না হয়ে থাকে, তাহলে আজকের দিনটা হাতছাড়া করা যাবে না। চটপট সঙ্গীর পছন্দের চকোলেট কিনে ফেলুন আর বলে দিন মনের কথা।
advertisement
1/10

*আজ চকোলেট ডে। ভ্যালেন্টাইনস উইক চলছে। সেই সপ্তাহের আজ তৃতীয় দিন। বাতাসে প্রেম-প্রেম গন্ধ। সারা বছর কাজের ব্যস্ততায় যে কথাগুলো বলা হয়নি, যে মুহূর্তগুলো তৈরি হতে পারেনি, এ বার সেই অধরা মুহূর্তের সাক্ষী হন আপনিও। চকোলেট ডে'র দিনে সঙ্গেএকে জানিয়ে দিন নিজের মনের কথা। সংগৃহীত ছবি।
advertisement
2/10
*সঙ্গীকে আরও একটু স্পেশ্যাল ফিল করাতে পারেন আপনার মনের গভীরে থাকা কিছু কথা মেসেজ আকারে পাঠিয়ে। ইতিমধ্যেই রোজ ডে, প্রোপোজ ডে বিদায় নিয়েছে। আজ চকোলেট ডে। সংগৃহীত ছবি।
advertisement
3/10
*বিগত দু'দিনে যদি তেমন কিছু স্পেশ্যাল না হয়ে থাকে, তাহলে আজকের দিনটা হাতছাড়া করা যাবে না। চটপট সঙ্গীর পছন্দের চকোলেট কিনে ফেলুন আর বলে দিন মনের কথা। সবই ঠিক আছে। শুধু এর সঙ্গে একটা রোম্যান্টিক টেক্সট হলে, বিষয়টা পুরোপুরি জমে যায়। সঙ্গীর হোমস্ক্রিন জুড়ে থাকুক আপনার ভালোবাসার বার্তা। সংগৃহীত ছবি।
advertisement
4/10
*আজ আপনার জন্য রইল কিছু বিশেষ টেক্সটের তালিকা। সুযোগ বুঝে পাঠিয়ে দিতে পারেন প্রেমিক-প্রেমিকাকে। কিংবা কাছের মানুষের জন্য নিজের WhatsApp স্টেটাস, Facebook Story বা Instagram Reel-ও সাজিয়ে নিতে পারেন। সংগৃহীত ছবি।
advertisement
5/10
*তোমার স্বপ্নেই কাটে দিন/ চকোলেট নয়, তুমিই তুলনাহীন, দিনের প্রতিটি ইচ্ছেয় থাকো তুমি/ তাই বারবার চাই তোমাকেই! সংগৃহীত ছবি।
advertisement
6/10
*বাক্সের চকোলেট ফুরোবে এক দিন/ বড় জোর সপ্তাহখানেক কিংবা এক বছর, তুমি থেকে যাবে হৃদয়ে/ সারাজীবন অক্ষত অমর! সংগৃহীত ছবি।
advertisement
7/10
*পৃথিবীর সব চেয়ে মিষ্টি চকোলেট খুঁজতে গিয়ে/ বারবার তোমার কাছেই ফিরে আসি, তোমার থেকে মিষ্টি আর কিছু নেই/ তাই বারবার শুধু তোমায় ভালোবাসি! সংগৃহীত ছবি।
advertisement
8/10
*আমার সব মন খারাপ, কঠিন সময়/ একটা হাসি ভুলিয়ে দিতে পারে, এক গোছা চকোলেট নিয়ে দাঁড়িয়ে/ তোমার মিষ্টি মুখের অপেক্ষা করে! সংগৃহীত ছবি।
advertisement
9/10
*প্রতিটি সকাল তোমার ছোঁওয়ায়/ আরও মধুর হয়ে ওঠে, প্রতি হৃদস্পন্দন জুড়ে শুধু তুমি/ তোমার কথারাই চকোলেট হয়ে লেগে ঠোঁটে! সংগৃহীত ছবি।
advertisement
10/10
*তাহলে আর দেরি কীসের? চটপট ফোনের নোটপ্যাড খুলে ফেলুন। অনেক দিনের কিছু না বলা কথা আজ জায়গা করে নিক সেখানে! কিছু উইশ হয়ে থাক স্পেশ্যাল। তবে হ্যাঁ, শেষে যেন লেখা থাকে 'হ্যাপি চকোলেট ডে'! সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Happy Chocolate Day 2022|| চকোলেটের মতো মিষ্টি হোক প্রেম, কোন বিশেষ বার্তায় আজ সঙ্গীর মনে উঠতে পারে ঝড়!