Vastu Tips For prosperity: অর্থাভাব ঘোচাতে টানান এই রঙের পর্দা! সংসারে সুখ, শান্তি আনতে মানুন বাস্তুর এই নিয়ম
- Published by:Anulekha Kar
Last Updated:
অর্থাভাব ঘোচাতে টানান এই রঙের পর্দা, বাস্তুর এই নিয়ম মানলেই আপনার জীবন বদলে যেতে পারে।
advertisement
1/5

সুখ- শান্তি এনে দিতে পারে ঘরের পর্দা। এক্ষেত্রে ঘরের পর্দা বাছাই করতে গেলেও কিছু সহজ নিয়ম মানতে হবে।
advertisement
2/5
পুজোর ঘরে হলুদ রঙের পর্দা ঝোলালে ঘরে সুখ শান্তি আসে।
advertisement
3/5
স্পার্কিং ট্রি ডট ইনের মতে পশ্চিম দিকের ঘরে এক জোড়া সাদা পর্দা ঝোলালে অর্থনৈতিক সমস্যা দূর হয়।
advertisement
4/5
অর্থনৈতিক সমস্যায় ভুগলে উত্তর দিকের ঘরে নীল পর্দা ঝোলান।
advertisement
5/5
স্পার্কিং ট্রি ডট ইনের মতে ঘরে অশান্তি মত বিরোধ লেগে থাকলে দক্ষিণ দিকের ঘরের জানালায় লাল পর্দা ঝোলাতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vastu Tips For prosperity: অর্থাভাব ঘোচাতে টানান এই রঙের পর্দা! সংসারে সুখ, শান্তি আনতে মানুন বাস্তুর এই নিয়ম