TRENDING:

টাকের দিন শেষ! মাত্র ৮ সপ্তাহেই নতুন চুল গজাবে, দাবি বিজ্ঞানীদের! করুন এই ছোট্ট কাজ

Last Updated:
Haircare: শীতকাল হোক বা বর্ষাকাল বা গরমকাল চুল পড়া যেন কিছুতেই কমে না! আর এর থেকে টাক পড়ে যায় মাথায়! কিন্তু জানেন কি চারটে সহজ উপায়ে টাকেও গজাতে পারে চুল!
advertisement
1/12
টাকের দিন শেষ! মাত্র ৮ সপ্তাহেই নতুন চুল গজাবে, দাবি বিজ্ঞানীদের! করুন এই ছোট্ট কাজ
মাথাজোড়া টাক—এই সমস্যায় ভোগেন লাখো মানুষ। কেউ নানা জেল, ক্রিম, তেল ব্যবহার করেন, কেউ আবার চুল প্রতিস্থাপনের পথ বেছে নেন। কিন্তু তাতেও ফল মেলে খুব একটা না। সেই কারণেই প্রশ্নটা থেকেই যায়—টাক থেকে মুক্তির আসল সমাধান কোথায়? 
advertisement
2/12
চুল পড়ে যাওয়া আজকের দিনের একটা বড় সমস্যা! শীতকাল হোক বা বর্ষাকাল বা গরমকাল চুল পড়া যেন কিছুতেই কমে না! আর এর থেকে টাক পড়ে যায় মাথায়! কিন্তু জানেন কি চারটে সহজ উপায়ে টাকেও গজাতে পারে চুল! photo source collected
advertisement
3/12
কেন পড়ে চুল? চুল পড়ার পিছনে মূল দোষী হল এক হরমোন—ডাইহাইড্রোটেস্টোস্টেরন (DHT)। এটি বেশি পরিমাণে ক্ষরিত হলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়, ফলে মাথার বিভিন্ন অংশ ফাঁকা হতে থাকে। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া বা অ্যালোপেসিয়া অ্যারেটার মতো সমস্যার মূল কারণও এই হরমোন।
advertisement
4/12
সেই সমাধানের পথই নাকি খুলে যাচ্ছে এবার। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তৈরি করেছেন এক নতুন ওষুধ—পিপি৪০৫ (PP405)। তাঁদের দাবি, এই ওষুধ চুল পড়া রোধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। 
advertisement
5/12
কীভাবে কাজ করবে নতুন ওষুধ? বিজ্ঞানীদের মতে, PP405 সরাসরি এই হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করবে। ফলে চুলের গোড়া শক্তিশালী থাকবে এবং স্বাভাবিক জীবনচক্রে চুল পড়া কমবে। সবচেয়ে বড় কথা, ওষুধটি ব্যবহারে কোনও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া থাকবে না বলে দাবি করা হয়েছে।
advertisement
6/12
বর্তমানে প্রচলিত মিনোক্সিডিল বা ফিনাস্টেরাইডের মতো ওষুধ পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বাড়ায়—যেমন মুখে বা শরীরে অস্বাভাবিক লোম গজানো, যৌন সমস্যা ইত্যাদি। সেখানে PP405 নাকি অনেকটাই নিরাপদ।
advertisement
7/12
কত দিনে ফল মিলবে? পরীক্ষায় দেখা গিয়েছে, মাত্র ৮-৯ সপ্তাহেই নতুন চুল গজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে গবেষণা এখনো চলছে। বিপুল সংখ্যক মানুষের উপর পরীক্ষায় একই রকম ফল মিললে তবেই বাজারে আসবে ওষুধটি।
advertisement
8/12
অর্থাৎ, যদি সবকিছু ঠিকঠাক হয়, তবে মাথাজোড়া টাক নিয়ে দীর্ঘদিনের চিন্তা খুব শিগগিরই অতীত হয়ে যেতে পারে।
advertisement
9/12
এছাড়াও রয়েছে প্রাকৃতিক উপায়ে চুল গজানোর পদ্ধতি। নতুন চুল গজাতে সাহায্য করে এই নিমপাতা। এজন্য এক মুঠো নিমপাতা নিয়ে এক লিটার জলে ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা করে বোতলে সংরক্ষণ করুন। শ্যাম্পু করার পর এই জল দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে একদিন এই কাজটি করুন।photo source collected
advertisement
10/12
পেঁয়াজও চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে দারুণ ভাবে কাজ করে। এজন্য পেঁয়াজ ভালভাবে বেটে বা ব্লেন্ড করে জলে মিশিয়ে নিন। এই মিশ্রণ ভালভাবে মাথায় লাগিয়ে নিন। কিছুক্ষণ পর হালকা গরম জলে ধুয়ে নিন। সপ্তাহে ২ৱ থেকে ৩ বার এই প্যাক ব্যবহার করুন। এটি নতুন চুল গজাতে সাহায্য করে।photo source collected
advertisement
11/12
পরিষ্কার জলে মেথি ভিজিয়ে রাখুন সারারাত। সকালে উঠে ব্লেন্ড করে নিন। এবার ব্লেন্ড করা মেথি চুলে সরাসরি লাগান। দই-মধুর সঙ্গে মিশিয়েও লাগাতে পারেন। শুকিয়ে যাওয়া পর্যন্ত রেখে দিন। এরপর হালকা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিন। নিয়মিত এই প্যাক ব্যবহারে নতুন চুল গজাবে।photo source collected
advertisement
12/12
মেথির সঙ্গে কালো জিরে মিশিয়ে লাগাতে পারেন। প্রথমে এই দুই উপাদান রোদে শুকিয়ে নিন। এরপর গুঁড়ো করে নিয়ে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। তেলের এই মিশ্রণটি ফুটিয়ে ঠান্ডা করে নিন। এরপর কাঁচের বোতলে রেখে দিন। প্রায় দুই সপ্তাহ পর্যন্ত ভাল থাকবে এই মিশ্রণ। সপ্তাহে তিন দিন এই তেল ব্যবহারে চুল গজাবে।photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
টাকের দিন শেষ! মাত্র ৮ সপ্তাহেই নতুন চুল গজাবে, দাবি বিজ্ঞানীদের! করুন এই ছোট্ট কাজ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল