TRENDING:

Haircare Tips: মাথা ন্যাড়া করলে কি চুল ঘন হয়? তাড়াতাড়ি বাড়ে? জানুন বিশেষজ্ঞের মত

Last Updated:
Haircare Tips: সত্যি কি মাথা ন্যাড়া করলে চুল ভাল হয়ে যায়? ভাল চুল পেতে মাথা ন্যাড়া করা কি আদৌও ঠিক? তথ্য জানলে চমকে যাবেন
advertisement
1/5
মাথা ন্যাড়া করলে কি চুল ঘন হয়? তাড়াতাড়ি বাড়ে? জানুন বিশেষজ্ঞের মত!
ছোটবেলায় বাচ্চাদের ন্যাড়া করে দেওয়া হয়! মনে করা হয় ন্যাড়া করে দিলে চুল ভাল হবে। এবং ঘন হবে। পাতলা চুল থাকলে অনেকেই ন্যাড়া করে দেন বাচ্চাদের! বড়দের মধ্যেও দেখা যায় চুলের সমস্যার জন্য অনেকেই ন্যাড়া করে আবার ভাল চুলের আশা করেন! কিন্তু ন্যাড়া করলে কী সত্যিই চুল ভাল হয়? কতটা সত্যি এই ধারণা!
advertisement
2/5
মাথা ন্যাড়া করলে চুলের মৃত অংশটুকু তারা চেঁছে ফেলে দেন। হেয়ার ফলিকল, মানে যা থেকে চুলটা গজায়, তা রয়ে যায় চামড়ার নিচে। একইভাবে, ন্যাড়া করার পর গজানো চুল সূর্য বা অন্যান্য রাসায়নিকের সংস্পর্শে না আসায় ন্যাড়া করার আগের চুল থেকে বেশি কালো দেখায়। কিন্তু তা কি ঘনত্বে বাড়ে?
advertisement
3/5
এই বিষয়ে বেশ কিছু গবেষনাও হয়! গবেষণার তথ্য জানলে অবাক হবেন! চমকে দেওয়ার মতো তথ্য দিয়েছেন বিশেষজ্ঞরা!
advertisement
4/5
মাথা ন্যাড়া করার সঙ্গে চুলের ঘনত্ব বাড়ার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। মানুষের চুলের ঘনত্ব নির্ধারিত হয় তার জেনেটিক বৈশিষ্ট্যের দ্বারা। মাথা ন্যাড়ার মধ্য দিয়ে এই জেনেটিক বৈশিষ্ট্যের পরিবর্তন সম্ভব না। আবার আর একটি চমকে দেওয়া গবেষণাও রয়েছে।
advertisement
5/5
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, মাথা ন্যাড়া করায় চুলের ঘনত্ব বাড়ে, তবে সেটি সাময়িক। চুল বাড়তে থাকলে ঘনত্ব কমতে থাকে। অতএব এই ধারণা একেবারেই ভুল। মাথা ন্যাড়া করলে ভাল চুল বা ঘন চুল হয় না! সাময়িকভাবে চুলের রং দেখে ঘন মনে হলেও! তা সাময়িক। চুল ফের একই রকম ঘনত্ব পাবে, যা আগে ছিল!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Haircare Tips: মাথা ন্যাড়া করলে কি চুল ঘন হয়? তাড়াতাড়ি বাড়ে? জানুন বিশেষজ্ঞের মত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল