Lifestyle: ভয়ঙ্কর! বয়ঃসন্ধিতেই মাথায় টাক পড়ছে? 'এই' কাজগুলো করলে উপকার পাবেন
- Published by:Pooja Basu
Last Updated:
Reason of Hair loss: মূলত শরীরে হরমোন পরিবর্তনের কারণেই টিনএজারদের সব থেকে বেশি চুল ঝরে।
advertisement
1/8

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই চুল ঝরার সমস্যা শুরু হয়। তবে টিনএজেও হতে পারে এই সমস্যা। গবেষণা বলে, দিনে ৫০ থেকে ১০০টি চুল ঝরলে চিন্তার কিছু নেই। কিন্তু বয়ঃসন্ধিতে এর থেকে বেশি পরিমাণ চুল পড়লে তা বিপদের কারণ হতে পারে। তবে টিনএজে চুল পড়া কোনও শারীরিক সমস্যা নয়। কারণ, কিছু নির্দিষ্ট বিষয়ের জন্যই এ সময়ে চুল ঝরে যাওয়া শুরু হয়। যথাযথ যত্নে আবার একটা সময়ের পর বন্ধও হয়। এখানে জেনে নেওয়া যাক টিনএজে চুল পড়ার কারণগুলো।
advertisement
2/8
হরমোন পরিবর্তন: মূলত শরীরে হরমোন পরিবর্তনের কারণেই টিনএজারদের সব থেকে বেশি চুল ঝরে। হরমোন পরিবর্তনের কারণে শারীরিক ও মানসিক অনেক ধরনের পার্থক্য দেখা যায়। অবশ্য মাথায় চুল কমে যাওয়া অনেকটা প্রাকৃতিকও বটে।
advertisement
3/8
পুষ্টির অভাব: এ বয়সে পুষ্টির চাহিদা থাকে সব থেকে বেশি। কিন্তু কোনও কারণে পুষ্টির ঘাটতি হলে তার প্রভাব পড়ে চুলে। ১০ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে বেশির ভাগ ক্ষেত্রে প্রোটিন, আয়রন, ভিটামিন ডি, ভিটামিন বি১২ ও ম্যাগনেশিয়ামের কমতি দেখা যায়। ফলে চুল প্রয়োজনীয় শক্তি পায় না ও গোড়া নরম হয়ে চুল ঝরতে শুরু করে।
advertisement
4/8
পুষ্টির অভাব: এ বয়সে পুষ্টির চাহিদা থাকে সব থেকে বেশি। কিন্তু কোনও কারণে পুষ্টির ঘাটতি হলে তার প্রভাব পড়ে চুলে। ১০ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে বেশির ভাগ ক্ষেত্রে প্রোটিন, আয়রন, ভিটামিন ডি, ভিটামিন বি১২ ও ম্যাগনেশিয়ামের কমতি দেখা যায়। ফলে চুল প্রয়োজনীয় শক্তি পায় না ও গোড়া নরম হয়ে চুল ঝরতে শুরু করে।
advertisement
5/8
স্ট্রেস: বয়ঃসন্ধিতে কিশোর-কিশোরীদের মধ্যে স্ট্রেস নেওয়ার প্রবণতা অনেক বেশি দেখা যায়। ছোট ছোট বিষয়ে হঠাৎ করেই চিন্তা মাথায় ভর করে, যা চুল ঝরার অন্যতম কারণ। বেশি স্ট্রেসে মাথার স্ক্যাল্পে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ হয় না। এতে চুল পড়তে শুরু করে। প্রয়োজনীয় অক্সিজেন না পেলে মাথার ত্বকের কোষগুলো দুর্বল হয়ে যায়, কমে যায় রক্তসঞ্চালনও, যা চুল ঝরার কারণ হয়ে দাঁড়ায়।
advertisement
6/8
ওষুধ: এ বয়সে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে অনেক সময় চুল পড়তে পারে। বিশেষজ্ঞরা বলেন, ব্রন কমানো বা হতাশার জন্য যে ওষুধ খাওয়া হয়, তা অনেক সময় চুলের জন্য ক্ষতির কারণ হয়। এমন হলে সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।
advertisement
7/8
হরমোন সমস্যার চিকিৎসা: শরীরে হরমোনের অসামঞ্জস্যতা দেখা দিলে চুল পড়ার প্রবণতা বাড়ে। তাই প্রয়োজনে চিকিৎসকের পরামর্শের প্রয়োজন হতে পারে। আবার অনেক সময় খাবার গ্রহণের জন্যও হরমোনে অসামঞ্জস্যতা দেখা দেয়। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ধীরে ধীরে চুল পড়ার সমস্যা কমে।
advertisement
8/8
খাদ্যতালিকায় পরিবর্তন: খাদ্যতালিকায় এমন ধরনের খাবার রাখতে হবে, যা পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত। শরীরে কোনও ভাবেই যেন ভিটামিনের ঘাটতি দেখা না দেয়, তা বুঝে খাবার নির্বাচন করা উচিত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lifestyle: ভয়ঙ্কর! বয়ঃসন্ধিতেই মাথায় টাক পড়ছে? 'এই' কাজগুলো করলে উপকার পাবেন